বরগুনায় পরিত্যক্ত জায়গা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
- আপডেট টাইম : ০৪:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১০৬ ৫০০০.০ বার পাঠক
বরগুনা শহরের কলেজ বাঞ্চ রোড এলাকায় পরিত্যক্ত জায়গা থেকে স্বপন (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে শহরের কলেজ বাঞ্চ রোডে নাহার মঞ্জিল ও নাজনীন ভিলা দুই বিল্ডিংয়ের মাঝখানের পেছনের দিকের পরিত্যক্ত জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্বপন শহরের কলেজ বাঞ্চ রোডের নাহার মঞ্জিলের মালিক মৃত্যু শহিদুল ইসলামের বড় ছেলে।
স্থানীয়রা জানায়, নাজনীন ভিলার ভাড়াটিয়ারা প্রথমে স্বপনের লাশ দেখতে পায়। তখন তারা নাজনীন ভিলার মালিক সুমনকে জানায়। পরে স্থানীয় কাউন্সিলর তুষার থানায় খবর দিলে পুলিশ সুপার আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে সদর থানার ওসি মিজানুর রহমান এবং ডিবির ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ সময় স্বপনকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে এ ঘটনার আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এখন কিছুই বলা যাচ্ছে না।