নাজিরপুরে উপ-নির্বাচন ঘোড়া মার্কার সতন্ত্র প্রার্থীর বিজয়
- আপডেট টাইম : ০৪:৪৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৫২ ৫০০০.০ বার পাঠক
চেয়ারম্যান পদে পিরোজপুরের নাজিরপুরে ০৬ নং সদর নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ রাসেল সিকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৫ হাজার ৪ শত ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী তানভীর হাসান ডালিম পেয়েছেন ৪ হাজার ৫ শত ২৪ ভোট। জাতীয় পার্টির আরিফুর রহমান খান টুবুল (চশমা) ৪ শত ১৪, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী মুফতী মোঃ এজায খান ( হাতপাখা) ৪ শত ৯১, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সিকদার ( মোটর সাইকেল) ৭৪।
বৃহস্পতিবার (২৫ মে ) সকাল ৯টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; যা চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণের শুরু থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশি দেখা দেখা যায় যা প্রায় ৪০% গ্রহন হয়েছে দুই কেন্দ্রে সকাল থেকে উপস্থিতি কম থাকলেও তা বিকেল দিকে ৬৫% গ্রহন হয়েছে । তবে কোনও কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের ১৬ হাজার ৮ শত ৪৫ জন ভোটার যার মধ্যে পুরুষ ৮ হাজার ৪ শত ৫৬ জন, মহিলা ৮ হাজার ৩ শত ৮৯ জন, ৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
উল্লেখ্য, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার মৃত্যুবরণ করায় সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারনে পদটি শূন্য হয়।