নাজিরপুরে প্রতিবন্ধীর জায়গা দখল করে ভবন নির্মানের অভিযোগ
- আপডেট টাইম : ১১:০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৮৭ ৫০০০.০ বার পাঠক
পিরোজপুরের নাজিরপুরের শারীরিক প্রতিবন্ধী নাজনেয়ারা বেগম (৬০) নামের এক শারীরিক প্রতিবন্ধীর জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে নাসির হায়দারের বিরুদ্ধে।
প্রতিবন্ধী নাজনেয়ারা উপজেলার ০১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামের মৃত-আব্দুর রহমানের পঞ্চম কন্যা সন্তান। নাসির হায়দার একই গ্রামের সোহরাব হোসেনের পুত্র।
এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রতিবন্ধী নাজনেয়ারা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানাগেছে, ওই প্রতিবন্ধী স্বামী পরিত্যাক্তা হওয়ায় তার পিতা-আব্দুর রহমান তাকে উপজেলার ২১ নং বড়ইবুনিয়া মৌজার এস এ খতিয়ান ৮৭, দাগ ৬৩১ বাটা দাগ ১২৮৯ নং দাগ থেকে ২৮ শতক জায়গা দান করেন। ওই প্রতিবন্ধির ছেলে ঢাকায় থাকায় তিনিও ছেলের কাছে থাকেন, সেই সুযোগে ওই সরকারি কর্মচারী তার জায়গায় জোড়পূর্বক টিনসেট বিল্ডিং করেন।
বৃহস্পতিবার ৪ মে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই প্রতিবন্ধীর জায়গার সীমানা প্রাচীর খুলে পাকা টিনসেট বিল্ডিং উত্তোলণ করেছেন।
এবিষয়ে ওই প্রতিবন্ধীর ভাই মোঃ আলী আকবর জানান, আমি ঢাকায় থাকতাম এবং আমার বোনও ঢাকায় থাকেন সেই সুযোগে আমার বোনের জায়গায় অবৈধভাবে জোড়পূর্বক দখল করে টিনসেট বিল্ডিং নির্মান করেন এ নিয়ে তাদের কাছে জানাতে চাইলে তারা আমাদেরকে ভয়-ভীতি ও হুমকি দেয়, তাই নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট একটি লিখিত অভিযোগ করি।
এবিষয়ে নাসির হায়দারের সাথে মুঠোফেনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে বন্ধ করে রাখেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা: সঞ্জীব দাস জানান, অভিযোগ পেয়েছি আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করব।