সংবাদ মাধ্যমে সংবাদকর্মীর ভূমিকা
- আপডেট টাইম : ১১:২৪:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ৩ মে ২০২৩
- / ৩৯৬ ৫০০০.০ বার পাঠক
সম্পাদকীয়
সংবাদ মাধ্যমে সংবাদকর্মীর ভূমিকা
সংবাদ প্রকাশের জন্য সংবাদপএের জন্ম,সংবাদপএের-চালিকা শক্তি হচ্ছে সংবাদ,জ্বালানি হচ্ছে বিজ্ঞাপন।সংবাদ সংগ্রহের ক্ষেত্রে দেখা গেছে-সংবাদকর্মীগন নিরলস ভাবে কাজ করে মাঠে,কখনো গোপনে কখনো প্রকাশ্যেয়, নিরলস ভাবে কাজ করে সংবাদ সংগ্রহ করে-সংবাদ তৈরি করে-সংবাদ মাধ্যমে পাঠায়-বার্তা বিভাগ সংবাদ পরিশুদ্ধ করে প্রকাশের ব্যবস্থা করে,পরবর্তীতে যা পাঠকদের জ্ঞান বৃদ্ধি করে,কিন্তু একটি সংবাদ সংগ্রহ করতে একজন সংবাদকর্মীর কতটুকু নিরলস ভাবে কাজ করতে হয়-তা শুধু একজন সংবাদকর্মীই জানেন।বাংলাদেশে-বাংলাদেশ বেতার ও বিটিভি ব্যতীত-অন্য কোন সংবাদমাধ্যম রয়্যালটি দেয় কিনা আমার জানা নেই, তারপরও সংবাদ কর্মীরা ছোটে সংবাদের জন্য-কেউ যদি কোন রয়্যালটি দেয় নেন,না দিলে-খালি হাতেই ফিরে আসে, কখনো দেখা যায়-একশ্রেণীর সংবাদকর্মী- একজনের সংবাদে আরেকজন নাক গলায়,এটা অন্যায়!।এ ব্যাপারে স্বজ্ঞান থাকা উচিত সংবাদকর্মীদের,আর প্রত্যেকটি সংবাদমাধ্যমের উচিত এব্যাপারে-কঠোর ব্যবস্থা নেয়া,
কখনো কখনো দেখা গেছে-একজনের বিজ্ঞাপন বিল আরেকজন তুলে নিয়ে যায়,এটাও অন্যায়!।কারন-একজন সংবাদমাধ্যমের লোক অনেক কষ্ট করে একটা বিজ্ঞাপন ব্যবস্থা করে-বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পর বিল পাওয়ার পর-অফিস থেকে কিছু টাকা কমিশন দেয় তাঁকে,দেখা গেছে এই কমিশনের টাকা থেকে সে বঞ্চিত হয়,এই ব্যাপারে সংবাদমাধ্যমের আরো কঠোর হওয়া উচিত।ভালো থাকবেন সাংবাদিকগন।
মো:বোরহান হাওলাদার জসিম
প্রকাশক ও সম্পাদক-দৈনিক সময়ের কন্ঠ