নাজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট টাইম : ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৩৯ ৫০০০.০ বার পাঠক
পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে নয়ন বড়াল (৩) নামের এক শিুশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ মে ) দুপুর সাড়ে ১২ টার দিকে।
জানাগেছে, নিহত নয়ন বড়াল উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের পরিতোষ বড়ালের ছেলে।
তিনি স্থানীয় বিজন মজুমদারের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় বিভিন্ন হাটে-বাজারে মিষ্টি তৈরির কারিগরের কাজ করেন।
স্থানীয় বিজন মজুমদার জানান, বেলা সাড়ে ১২’টার দিকে হঠাৎ শিশুটির মা তাকে দেখতে না পেয়ে, বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয়দের জানালে তারা শিশুটিকে স্থানীয় রায়বাড়ির খালে ভাসতে দেখে এবং দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মশিউর রহমান জানান, শিশুটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।