ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::

কিশোরগঞ্জের হাওরের বোর মৌসুমের ধানের বাম্পার ফলন ও ধান কাটা নিয়ে কৃষকের ব্যস্ততা

কিশোরগঞ্জ জেলা হাওরের অঞ্চলের বোর মৌসুমের ধানের বাম্পার ফলন।হাওরের চারপাশে পাকা ধানের হলুদ সমারোহ। প্রখর রোদ্রের মাঝেও কৃষকের সোনালী স্বপ্নের মাঠগুলো হলুদ বর্ণের পাকা ধানে ঘরে তোলার সারাদিনব্যাপী কৃষক,কৃষাণি,রা কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার হাওরের অঞ্চলের কৃষকের কষ্টার্জিত রোপিত সোনালী বোর ধান মৌসুমের পাকা ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এসময় স্থানীয় তত্ত্ব মতে জানা যায় যে, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, করিমগঞ্জ, সহ এবার চলতি বোর মৌসুমের বিভিন্ন জাতের ধান চাষাবাদ করা হয়েছে।তার মধ্যে বিআর _২৮ বিআর _২৯ বিআর_৯৮ বিআর ৮৮ ও হীরা ধানের বাম্পার ফলন হয়েছে।
তবে বিআর ২৮ ধানের ব্লাস্টা রোগের কারণে হাওরের অনেক কৃষকের জমির ধান নষ্ট হয়েছে। বি আর ২৮ ধান ব্লাস্টার নামক ছত্রাকে আক্রান্ত হওয়ায় অনেক কৃষক দিশেহারা। ধানের দাম নিয়েও অনেক হতাশা গ্রস্থ কৃষক। চং নওগাঁ করিমগঞ্জ থানাধীন সাইফুল ইসলাম বাদল বলেন চং নওগাঁর এবার বি আর ২৮ ধানের চিটা থাকার কারণে ক্ষতির আশঙ্কা করেছেন। অনেক কৃষকেরা বলেন বিআর ২৮ ধানে চিটা থাকার কারণে ধানের ভিতরে চাল নেই পুরোটাই চিটা।
তবে আবহাওয়া ও অনুকূলে থাকার কারণে কৃষকেরা অনেকটাই খুশি।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ বছর পূর্তীতে বিজয় মাহমুদের ফ্রী কোরআন শিক্ষার আসর

কিশোরগঞ্জের হাওরের বোর মৌসুমের ধানের বাম্পার ফলন ও ধান কাটা নিয়ে কৃষকের ব্যস্ততা

আপডেট টাইম : ১০:৪৬:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

কিশোরগঞ্জ জেলা হাওরের অঞ্চলের বোর মৌসুমের ধানের বাম্পার ফলন।হাওরের চারপাশে পাকা ধানের হলুদ সমারোহ। প্রখর রোদ্রের মাঝেও কৃষকের সোনালী স্বপ্নের মাঠগুলো হলুদ বর্ণের পাকা ধানে ঘরে তোলার সারাদিনব্যাপী কৃষক,কৃষাণি,রা কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার হাওরের অঞ্চলের কৃষকের কষ্টার্জিত রোপিত সোনালী বোর ধান মৌসুমের পাকা ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এসময় স্থানীয় তত্ত্ব মতে জানা যায় যে, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, করিমগঞ্জ, সহ এবার চলতি বোর মৌসুমের বিভিন্ন জাতের ধান চাষাবাদ করা হয়েছে।তার মধ্যে বিআর _২৮ বিআর _২৯ বিআর_৯৮ বিআর ৮৮ ও হীরা ধানের বাম্পার ফলন হয়েছে।
তবে বিআর ২৮ ধানের ব্লাস্টা রোগের কারণে হাওরের অনেক কৃষকের জমির ধান নষ্ট হয়েছে। বি আর ২৮ ধান ব্লাস্টার নামক ছত্রাকে আক্রান্ত হওয়ায় অনেক কৃষক দিশেহারা। ধানের দাম নিয়েও অনেক হতাশা গ্রস্থ কৃষক। চং নওগাঁ করিমগঞ্জ থানাধীন সাইফুল ইসলাম বাদল বলেন চং নওগাঁর এবার বি আর ২৮ ধানের চিটা থাকার কারণে ক্ষতির আশঙ্কা করেছেন। অনেক কৃষকেরা বলেন বিআর ২৮ ধানে চিটা থাকার কারণে ধানের ভিতরে চাল নেই পুরোটাই চিটা।
তবে আবহাওয়া ও অনুকূলে থাকার কারণে কৃষকেরা অনেকটাই খুশি।