ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
সংবাদ শিরোনাম ::
নবীনগরে মাহবুবুল আলমের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রানীশংকৈলে বিএসএফ এর গুলিতে নিহত -১ মহম্মদপুরে শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন আরব ইটভাটা অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন হোমনায় ওয়ারিশ সনদ জটিলতায়, দুই শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে একটি মুক্তিযোদ্ধা পরিবার নবীনগরের বাংগরা বাজারে জনসভা আমি আপনাদের জন্য আমরণ কাজ করে যেতে চাই- বলেন মোঃএবাদুল করিম বুলবুল এমপি প্রধানমন্ত্রীকে গরু উপহার দিতে চান পাকুন্দিয়ার বুলবুল নবীনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাশীপুর তরুণ প্রজন্মের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনা শুধু আমার নেত্রী নয়,তিনি আমার কাছে মায়ের সমতুল্য। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ

প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন লামার অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে

লামার পাহাড়ে অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে প্রাকৃতিক সৌন্দর্যে এক অনন্য নিদর্শন। ঝিরি, ঝর্ণা ও পাহাড়ে বাকেঁ বাঁকে ছোট ছোট কটেজ ঘর বা পাহাড়ী ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর মাচার ঘরে আদলে তৈরি রির্সোট বিভিন্ন কারুকাজ সজ্জিত দেখতে অনেক সুন্দর। এটি উদ্বোধন করা হয়েছে প্রায় ছয় আগে তখন থেকে দর্শনার্থীদের বিচরণ। পাশাপাশি বিশেষ আকর্ষণ বর্ষা মৌসুমে নুনারঝিরি ঝর্ণা হতে প্রবাহিতা দেখতে অনেক দর্শনার্থীর সমাগম হয়।

মঙ্গলবার +২৫ এপ্রিল,২০২৩ ইং,) সকাল থেকে সারাদিন সরেজমিনে প্রত্যক্ষ করে দেখা যায়, সকালে রাতযাপন করা কক্সবাজার থেকে আসা আট যুবক প্রস্থান করতে দেখা যায়, তাদের দললিডার মোঃ তামিম বলেন, আমরা এটির ভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এখানে আসি, আর এখানে এসে বাস্তব চিত্র দেখি, আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভাল লাগল।

এছাড়াও বিকালে বিভিন্ন জায়গা থেকে মানুষ পরিবারসহ দর্শন করতে আসেন, সাথে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসেন পরিবারসহ। বিভিন্ন শ্রেণির বয়সের মানুষ দর্শণ করতে দেখা যায়। যান্ত্রিক শহরের মধ্যে নিরবে নিভৃতে আপন মনে নিশ্চয়ই সময় কাঠানো যায়।

প্রসংগত, এটি লামা পৌর শহর হতে দক্ষিণ দিকে ২ কিলোমিটার দুরে লামা সরকারি মাতামুহুরী কলেজ। সেখান থেকে পশ্চিম দিকে বাই রাস্তা হয়ে নুনারঝিরি এলাকা প্রায় ১.৪ কিলোমিটার ভিতরে একটু উচুঁ পাহাড়ে গিয়ে দেখতে পাবেন প্রকৃতি যেভাবে আসে সেটি একটু সাজিয়ে রির্সোট ও রেস্টুরেন্টে গুলো। যাতায়াতের মাধ্যম গুলো হল অনন্য রির্সোট এর নিজস্ব চাঁদের গাড়ি,বা মোটর বাইক,সিএনজি, মাহিন্দ্রা।

খুব সহজে অনায়াসে নির্ভয়ে আসা-যাওয়া করা যাবে কারণ মূল গন্তব্য এ যাওয়া আগে নুনারঝিরি এলাকা জনবসতিহীন এলাকা। তাদের গাইড বা স্টাফ, নিরাপত্তা কর্মী সবসময় রয়েছে।

দেখতে আসা প্রেমানন্দ বড়ুয়া ও সায়েদ বলেন, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের ভূ-সর্গের নির্সগীয় লীলা নিকেতন লামার অনন্য নিদর্শন রির্সোট পর্যটন শিল্পের নতুনমাত্রা এবং এটি ভ্রমণ পিপাসুদের মনের খোরাক জোগাচ্ছে।

অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে এর সত্ত্বাধিকারী ডাঃ নুর মোহাম্মদ জানান, এটি প্রকৃতিকে আরও সাজিয়ে রির্সোট ও রেস্টুরেন্টেসহ তৈরি করা হয়েছে। এখানে আসলে সবার ভাল লাগবে।

আরো খবর.......
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে মাহবুবুল আলমের মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন লামার অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে

আপডেট টাইম : ০৫:২৯:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

লামার পাহাড়ে অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে প্রাকৃতিক সৌন্দর্যে এক অনন্য নিদর্শন। ঝিরি, ঝর্ণা ও পাহাড়ে বাকেঁ বাঁকে ছোট ছোট কটেজ ঘর বা পাহাড়ী ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর মাচার ঘরে আদলে তৈরি রির্সোট বিভিন্ন কারুকাজ সজ্জিত দেখতে অনেক সুন্দর। এটি উদ্বোধন করা হয়েছে প্রায় ছয় আগে তখন থেকে দর্শনার্থীদের বিচরণ। পাশাপাশি বিশেষ আকর্ষণ বর্ষা মৌসুমে নুনারঝিরি ঝর্ণা হতে প্রবাহিতা দেখতে অনেক দর্শনার্থীর সমাগম হয়।

মঙ্গলবার +২৫ এপ্রিল,২০২৩ ইং,) সকাল থেকে সারাদিন সরেজমিনে প্রত্যক্ষ করে দেখা যায়, সকালে রাতযাপন করা কক্সবাজার থেকে আসা আট যুবক প্রস্থান করতে দেখা যায়, তাদের দললিডার মোঃ তামিম বলেন, আমরা এটির ভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে এখানে আসি, আর এখানে এসে বাস্তব চিত্র দেখি, আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুব ভাল লাগল।

এছাড়াও বিকালে বিভিন্ন জায়গা থেকে মানুষ পরিবারসহ দর্শন করতে আসেন, সাথে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসেন পরিবারসহ। বিভিন্ন শ্রেণির বয়সের মানুষ দর্শণ করতে দেখা যায়। যান্ত্রিক শহরের মধ্যে নিরবে নিভৃতে আপন মনে নিশ্চয়ই সময় কাঠানো যায়।

প্রসংগত, এটি লামা পৌর শহর হতে দক্ষিণ দিকে ২ কিলোমিটার দুরে লামা সরকারি মাতামুহুরী কলেজ। সেখান থেকে পশ্চিম দিকে বাই রাস্তা হয়ে নুনারঝিরি এলাকা প্রায় ১.৪ কিলোমিটার ভিতরে একটু উচুঁ পাহাড়ে গিয়ে দেখতে পাবেন প্রকৃতি যেভাবে আসে সেটি একটু সাজিয়ে রির্সোট ও রেস্টুরেন্টে গুলো। যাতায়াতের মাধ্যম গুলো হল অনন্য রির্সোট এর নিজস্ব চাঁদের গাড়ি,বা মোটর বাইক,সিএনজি, মাহিন্দ্রা।

খুব সহজে অনায়াসে নির্ভয়ে আসা-যাওয়া করা যাবে কারণ মূল গন্তব্য এ যাওয়া আগে নুনারঝিরি এলাকা জনবসতিহীন এলাকা। তাদের গাইড বা স্টাফ, নিরাপত্তা কর্মী সবসময় রয়েছে।

দেখতে আসা প্রেমানন্দ বড়ুয়া ও সায়েদ বলেন, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের ভূ-সর্গের নির্সগীয় লীলা নিকেতন লামার অনন্য নিদর্শন রির্সোট পর্যটন শিল্পের নতুনমাত্রা এবং এটি ভ্রমণ পিপাসুদের মনের খোরাক জোগাচ্ছে।

অনন্য রির্সোট ও রেস্টুরেন্টে এর সত্ত্বাধিকারী ডাঃ নুর মোহাম্মদ জানান, এটি প্রকৃতিকে আরও সাজিয়ে রির্সোট ও রেস্টুরেন্টেসহ তৈরি করা হয়েছে। এখানে আসলে সবার ভাল লাগবে।