চাঁদগাও’এ মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিশু ধর্ষণ, ধর্শক শিক্ষক আটক
- আপডেট টাইম : ০৩:৩৩:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৫১ ৫০০০.০ বার পাঠক
গত ১৯ এপ্রিল ২৩ইং তারিখ রাত অনুমান ৮:৩০ ঘটিকার সময় সিএমপি চান্দগাঁও থানাধীন সিএড়ন্ডবি, আট গাছতলাস্থ দারুল ফুুনুন মাদরাসার হেফজখানা ও এতিখানা (বিএডিসি) মাদরাসার আটক আসামীর শয়ন কক্ষে আসামী মোঃ হাশেম (৫২), পিতা-মৃত কালু মিয়া, মাতা-মৃত মরিয়ম খাতুন, সাং-উত্তর মানিকপুর, খন্দকার পাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-সিএন্ডবি, আট গাছতলা, বিএডিসি মাদ্রাসা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম —–বাদী ভিকটিমের মা (৪৩), থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-সিএন্ডবি, আট গাছতলা, রফিক কলোনী, ৬নং রুম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম এর ছোট মেয়ে
মিথিলা (ছদ্মনাম) (৭)’কে আসামী জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার বাদীর এজাহারের প্রেক্ষিতে সূত্রোক্ত মামলা রুজু করা হয়।
উক্ত বিষয়ে চাঁদগাও থানার মামলা নম্বর ৩২ তাং ২০.৪.২৩ ইং ধারা নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) মামলাটি রুজু হওয়ার পর চাঁদগাও অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলামের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ মহিউদ্দিন চৌধুরী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাশেম (৫২) কে গ্রেফতার করেন পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে
ভিকটিম কে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। বলে জানান চাঁদগাও থানা কর্তৃপক্ষ