কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র শফিকুলের ফাঁসির রায়
- আপডেট টাইম : ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১৪০ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের একই গ্রামের স্থানীয় বাসিন্দা বিগত
০৬/০৯/১৫ ইং তারিখ গাঁজা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করিয়া মারপিট করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত
১০/০৯/১৫ ইং তারিখ শামীম তাহার দুলাভাই মোঃ ফারুক হোসেন এর ব্যাটারী দ্বারা চালিত রিক্সা চালানো
শেষে ফারুকের বাড়ীতে রাখিয়া তাহার নিজ বাড়ীতে যাওয়ার সময় গত ১০/০৯/১৫ ইং সন্ধ্যা অনুমান ৭.৩০
ঘটিকায় শাহীন এর ফিসারীর সামনে পৌছা মাত্রই মোঃ আবির হোসেন জনি, মোঃ আলামীন, মোঃ শফিকুল
ইসলাম, মোঃ সাজন সহ ৩/৪ জন বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে আগাইয়া আসিয়া তাহার পথরোধ করে
মুখ, চোখ, হাত পিছনে নিয়ে বাধিয়া মারপিট করে। ভিকটিমকে শামীমের শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন
ধরাইয়া দেয়। পরে আগুনে শামীমের পরনে থাকা কাপড় পুড়িয়া সমস্ত শরীর পুড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে
১১/০৯/১৫ ইং তারিখ ভৈরব কালিকাপ্রসাদ ভিকটিম শামীম মৃত্যুবরণ করে। পরবতীর্তে কিশোরগঞ্জ মডেল
থানা মোঃ মানিক বাদী হয়ে মামলা দায়ের করেন। যাহা কিশোরগঞ্জ থানার মোঃ নং— ১৬(৯)১৫। ধারা—
৩০২/৩৮ দঃ বিঃ দায়ের করার পর এস.আই আহসান হাবীব তদন্তকারী কর্মকর্তা হিসাবে তদন্ত ভার গ্রহন
করিয়া বিগত ২৫/০৩/১৬ ইং তারিখে সকলকে আসামী করিয়া বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করে।
পরবতীর্তে কিশোরগঞ্জ জেলার বিজ্ঞ বিচারক ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৮ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন
করে এবং রায়ের জন্য ধায্যর্ থাকে অদ্য ১২/০৪/২০২৩ইং, রোজ বুধবার, বেলা ১০ ঘটিকায় বিজ্ঞ বিচারক
জনাব জান্নাতুল ফেরদৌস ইবনে হক অতিরিক্ত দায়রা ১ম আদালত, আসামী শফিকুল ইসলামকে মৃত্যুদন্ড ও
২,০০,০০০/ টাকা জরিমানা প্রদান করে রায় ঘোষণা করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ
কৌশুলী এডভোকেট জীবন কুমার রায়।