ভয়াবহ আগুনে জলে-পুড়ে ছারখার রাজধানীর বঙ্গবাজার-আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিট
- আপডেট টাইম : ০১:২০:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৩০ ৫০০০.০ বার পাঠক
ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয় সকাল ৬:০০ থেকে, কয়েক বছর পরপর বঙ্গবাজারে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে এই আর নতুন কিছু নয়, কখনো ঈদের আগ মূহুর্তে আবার কখনো ঈদের পারে,
তবে এই বিষয় একটি কথা না বললেই নয়, এধরনের অগ্নিকাণ্ডের প্রভাবের কেবল যাঁরা পেরেছেন একমাত্র তারাই বিষয়টি উপলব্ধি করতে পারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে…
ভয়াবহ আগুনে জলে-পুড়ে ছারখার রাজধানীর বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বহু দূর পর্যন্ত। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গিয়ে-ছিল, দেখার আগ মুহূর্ত পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।
আজ মঙ্গলবার সকাল ৬টা দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়।
এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস দুপুরে বলেছে, তাদের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
উল্লেখ্য যে বঙ্গবাজারে বিপরীতে ফায়ার সার্ভিস অফিস এই বিষয় টি নিয়ে কানা ঘেঁষা শুরু হয়েছে,
অনেককে বলতে শোনা যায় বারবার এ মার্কেটে কেন আগুন লাগে, রাষ্ট্রের এত উন্নয়ন হয়েছে কিন্তু এই মার্কেটটির উন্নয়ন কেন হয়নি, এটি টিন সেট মার্কেট কেন রইল? জনমনে নানান প্রশ্ন এই এই অগ্নিকাণ্ডের ঘটনাটিকে ঘিরে।
বঙ্গবাজার এলাকায় ঘুরে অগ্নিকাণ্ডস্থলে বঙ্গবাজারের কয়েক জন ব্যবসায়ীকে দেখা গেছে। ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছেন তাঁরা। অনেকে দেখাযায় কাঁদছেন, ছোটাছুটি করছেন।
এই-অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের বেশির ভাগ দোকানকে দেখাযায় পুড়ে ছাই হয়ে যতে।
তবে-ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক সকালে তাৎক্ষণিকভাবে আগুন কিভাবে লাগেছে তার কারণ জানাতে পারেননি।