লালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা ও সেলাই মেশিন বিতরণ
- আপডেট টাইম : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ২১৯ ৫০০০.০ বার পাঠক
নাটোরের লালপুরে ২০২২- ২০২৩ অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট, উফশী আউশ ধানের বীজ, সার, সেলাই মেশিন ও ৫৫ টি টিআর প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ২০২৩) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রায় সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ বীজ সার ও ৮ নারীকে সেলাই মেশিন বিতরণ করেন নাটোর-১ (লালপুর – বগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।
এসময় সাংসদ বকুল বলেন, বঙ্গবন্ধু কৃষকদের কথা চিন্তা করেছেন, তার স্বপ্ন ছিল খাদ্য ঘারতির দেশ থেকে আমরা উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত হবো। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূর্দর্শী নেত্বীত্বে আমরা খাদ্যে সয়ংসম্পর্ণ। আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছি। সরকার প্রান্তিক কৃষকদের বিন্যমূল্যে সার বীজ দেওয়া কৃষিতে বিপ্লব আনা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার মাহাফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা,ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।