রাজশাহীর চারঘাটে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
- আপডেট টাইম : ১০:৫৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ৩০৬ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥
রাজশাহীর চারঘাটে পৌর নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি দুপক্ষের মাঝে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষারসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বিএনপির কর্মীরা ধানের শীষের পোষ্টার লাগাতে থাকলে তাদের মারপিট করে তাড়িয়ে দেয় আওয়ামী লীগ কর্মীরা। পরে বেলা ১১ টার দিকে বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেয়। এসময় চারঘাট সদরে দুপক্ষের সংঘর্ষ হয়। বিএনপি কর্মীরা ককটেল বিস্ফোরণ করে। এতে ছাত্রলীগ নেতা আল মামুন তুষার, আওয়ামী লীগ কর্মী আজিমুদ্দিনসহ অন্তত ৭জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।