ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা ৫২ নিউজ ডটকম এর ৯ম বর্ষপূর্তি আজশনিবার সকাল দশটায় পিরোজপুর মঠবাড়িয়ায় উদযাপিত হয় কোনাবাড়িতে বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া: আতঙ্কে ওই এলাকার সাধারণ মানুষ ৩৬ বছর আগে হারিয়ে যাওয়া মায়ের সন্ধান পেল সাংবাদিক আশিকুর রহমান জামাল

৭০ বছর বয়সে মোংলার মেয়েকে বিয়ে করলেন শওকত আলী

ওমর ফারুক :
  • আপডেট টাইম : ১২:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / ২৭৮ ৫০০০.০ বার পাঠক

বয়সটা কোন ব্যপারনা যদি সেখানে থাকে বিশ্বাস এবং আস্থা। (৭০) বছর বয়সে এসে মোংলার মেয়ে শাহেদা বেগম নাজুকে (৩৫) বিয়ে করে চিরকুমারত্বের অবসান ঘটিয়ে জাক জমক ভাবে ১৮ মার্চ শনিবার ২০২৩ তাং বিয়ের পিড়িতে বসেন রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের মৃত নওশের আলীর পুত্র আলহাজ্ব হাওলাদার শওকত আলী। ১০ লক্ষ ১ টাকা দেন মোহরানায় নদগ পাঁচলক্ষ টাকা উসুলে স্থানীয় গন্য মান্য ব্যক্তি ও দুই পরিবারের লোক জনের উপস্থিতে এ বিবাহ সম্পন্ন হয় ।বরের পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, দীর্ঘদিন রামপাল সরকারি কলেজে প্রফেসর ছিলেন বর শওকত আলী। অবসরে আসার পর বর্তমানে নিজে অনেকটা একাকিত্ব বোদ করছেন। এক সময় পরিবারের হাল ধরতে গিয়ে এবং ভাই বোনদের মানুষ করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি তার। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষাকতা, ভাই বোন ও সমাজ সেবায় ব্যায় করেছেন। তাকে বিয়ের কথা বলা হলেও সে কখনো বিয়ে করতে রাজি হতেননা। সে সারা জীবন চিরকুমার থাকবেন বলে জানাতেন।

বরের নিকটতম আত্নীয় আঃ হালিম খোকন জানান, সে আমাদের বড় ভাই, আমরা তার কাছে মানুষ হয়েছি, সারাটা জীবন সে আমাদের সুখে দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছে। বর্তমানে আমরা নিজেদের নিয়ে কর্ম এবং ব্যাবসার কাজে ব্যাস্ত থাকি যার কারনে আমাদের বড়ো ভাই অবসরে আসার পর অনেকটা একাকিত্ব বোধ করছেন। তার এই একাকিত্ব দুর করতে ও দেখভাল করতে এ সময় তার একজন সঙ্গিনী খুবই দরকার। তাই আমরা তাকে বিয়ের জন্য জোড়া জুড়ি করলে সে একটা সময় এসে রাজি হলে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের এক কন্যা সন্তানের জননী (বিধবা) শাহিদা আক্তার নাজু (৩৫) সাথে বিবাহ সম্পন্ন করি। কনের আগের সংসারের মেয়েটার দায়িত্ব আমার বড় ভাই আলহাজ শওকত আলী নিয়েছেন। তারা বর্তমানে সুখে শান্তিতে সংসার করছেন। পরিবার সহ নতূন বর এবং কনে আগামিতে হজ্বে জাবেন। আপনাদের মাধ্যমে দেশ বাসির কাছে নতূন এই দম্পত্বির জন্য দোয়া কামনা করছি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

৭০ বছর বয়সে মোংলার মেয়েকে বিয়ে করলেন শওকত আলী

আপডেট টাইম : ১২:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

বয়সটা কোন ব্যপারনা যদি সেখানে থাকে বিশ্বাস এবং আস্থা। (৭০) বছর বয়সে এসে মোংলার মেয়ে শাহেদা বেগম নাজুকে (৩৫) বিয়ে করে চিরকুমারত্বের অবসান ঘটিয়ে জাক জমক ভাবে ১৮ মার্চ শনিবার ২০২৩ তাং বিয়ের পিড়িতে বসেন রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের মৃত নওশের আলীর পুত্র আলহাজ্ব হাওলাদার শওকত আলী। ১০ লক্ষ ১ টাকা দেন মোহরানায় নদগ পাঁচলক্ষ টাকা উসুলে স্থানীয় গন্য মান্য ব্যক্তি ও দুই পরিবারের লোক জনের উপস্থিতে এ বিবাহ সম্পন্ন হয় ।বরের পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, দীর্ঘদিন রামপাল সরকারি কলেজে প্রফেসর ছিলেন বর শওকত আলী। অবসরে আসার পর বর্তমানে নিজে অনেকটা একাকিত্ব বোদ করছেন। এক সময় পরিবারের হাল ধরতে গিয়ে এবং ভাই বোনদের মানুষ করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি তার। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষাকতা, ভাই বোন ও সমাজ সেবায় ব্যায় করেছেন। তাকে বিয়ের কথা বলা হলেও সে কখনো বিয়ে করতে রাজি হতেননা। সে সারা জীবন চিরকুমার থাকবেন বলে জানাতেন।

বরের নিকটতম আত্নীয় আঃ হালিম খোকন জানান, সে আমাদের বড় ভাই, আমরা তার কাছে মানুষ হয়েছি, সারাটা জীবন সে আমাদের সুখে দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছে। বর্তমানে আমরা নিজেদের নিয়ে কর্ম এবং ব্যাবসার কাজে ব্যাস্ত থাকি যার কারনে আমাদের বড়ো ভাই অবসরে আসার পর অনেকটা একাকিত্ব বোধ করছেন। তার এই একাকিত্ব দুর করতে ও দেখভাল করতে এ সময় তার একজন সঙ্গিনী খুবই দরকার। তাই আমরা তাকে বিয়ের জন্য জোড়া জুড়ি করলে সে একটা সময় এসে রাজি হলে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের এক কন্যা সন্তানের জননী (বিধবা) শাহিদা আক্তার নাজু (৩৫) সাথে বিবাহ সম্পন্ন করি। কনের আগের সংসারের মেয়েটার দায়িত্ব আমার বড় ভাই আলহাজ শওকত আলী নিয়েছেন। তারা বর্তমানে সুখে শান্তিতে সংসার করছেন। পরিবার সহ নতূন বর এবং কনে আগামিতে হজ্বে জাবেন। আপনাদের মাধ্যমে দেশ বাসির কাছে নতূন এই দম্পত্বির জন্য দোয়া কামনা করছি।