ভৈরব থেকে ২৫ কেজি গাঁজা ও ৫৭৫ পিস ইয়াবা পাচারকালে ০৪ মাদক কারবারীকে আটক
- আপডেট টাইম : ১২:০৮:৩৩ অপরাহ্ণ, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- / ১৭১ ৫০০০.০ বার পাঠক
তারিখ-১৮ মার্চ ২০২৩ খ্রিঃ।
কিশোরগঞ্জের ভৈরব থেকে ২৫ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৫৭৫ পিস ইয়াবা পাচারকালে ০৪ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১টি প্রাইভেটকার জব্দ।
১৮ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ ভোর ০৫.০০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রিপন মিয়া (৩২), পিতা- শিশু মিয়া, ২। মোঃ রুপন মিয়া (৩৯), পিতা-মৃত গুলজার মিয়া, ৩। মোঃ রুবেল মিয়া (২৫), পিতা-ফারুক মিয়া, ৪। ফালান মিয়া(২৪), পিতা-সাজ্জাদ নুর মিয়া সর্ব সাং-আশেরা ফান্ডাইল, উনিয়ন-লুকরা, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জদেরকে আটক করে। এসময় ধৃত আসামীদের দখলে থাকা একটি প্রাইভেটকার তাল্লাশী করে ০৪ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ২৫ (পঁচিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৫৭৫ (পাঁচ শত পচাত্তর) পিস মাদক দ্রব্য ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা ও ইয়াবা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।