সরকারি নিজের প্রয়োজনে খাল দখলের প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট টাইম : ১২:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- / ১৬৫ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর সদর উপজেলার খালে বাধ দিয়ে সরকারি জমি দখল ও কৃষি জমি থেকে অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে ইউনিয়ন পরিষদ ঘেরাও চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের রোসাদিয়া এলাকায় ইউনিয়ন পরিষদ ঘেরাও এবং মানববন্ধন কর এলাকাবাসী।
এ সময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নূর মোহাম্মদ খান, প্রভূ চন্দ্র দাস, আবুল কালাম সহ এলাকার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাড়িয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান অবৈধ ভাবে ভেকু লাগিয়ে কৃষি ও মৎস্য খামারের মাটি কেটে নিচ্ছে। এছাড়া সরকারি জমি দখলের জন্য ভূয়া দলিল করে আত্মসাৎ এবং সরকারি অন্তত ৭০ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়েছে। এসব বিষয়ে প্রতিকার চেয়ে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার রাজনৈতিক বিরোধীদের কারণে একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি নিজস্ব জমি থেকে মাটি কাটতেছি।
এই ব্যাপারে সাংবাদিকরা অনুসন্ধানে গেলে এলাকার সন্ত্রাসী বাহিনী দিয়ে সাংবাদিকদের উপরে হামলা করেন এই চেয়ারম্যানের পোষা সন্ত্রাস এই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হন গাজীপুর সদর থানায়। দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় চোখ রাখুন