ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

গুচ্ছে ‘না’ জবির একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত

প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • আপডেট টাইম : ০১:৫০:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • / ১৭১ ৫০০০.০ বার পাঠক

আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষে তৃতীয় বারের মতো অনুষ্ঠিতব্য গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

বিশ্ববিদ্যালয়ের ৬৪ তম একাডেমিক কাউন্সিলে (বিশেষ সভা) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য জানিয়েছেন। সভায় উপস্থিত একাধিক ডিন ও বিভাগীয় চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, একাডেমিক কাউন্সিলে সবাই একটি সিদ্ধান্ত জানিয়েছে, সে সিদ্ধান্তটি সিন্ডিকেটে উঠানো হবে, আর সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপর জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। পরবর্তীতে গুচ্ছে থাকা না থাকার বিষয়টি পরিষ্কার হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতভাবে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত পাশ করা হবে।’

এদিকে দীর্ঘদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি জানানো হলেও এতদিন নীরব ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুই দফায় বিশেষ একাডেমিক কাউন্সিলের তারিখ ঘোষণা করা হলেও পরে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষক সমিতির দাবির মুখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই বিশেষ একাডেমিক কাউন্সিল আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীরা দফায় দফায় মানববন্ধন কর্মসূচিও পালন করেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গুচ্ছে ‘না’ জবির একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট টাইম : ০১:৫০:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষে তৃতীয় বারের মতো অনুষ্ঠিতব্য গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

বিশ্ববিদ্যালয়ের ৬৪ তম একাডেমিক কাউন্সিলে (বিশেষ সভা) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য জানিয়েছেন। সভায় উপস্থিত একাধিক ডিন ও বিভাগীয় চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, একাডেমিক কাউন্সিলে সবাই একটি সিদ্ধান্ত জানিয়েছে, সে সিদ্ধান্তটি সিন্ডিকেটে উঠানো হবে, আর সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপর জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গুচ্ছে না থাকার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। পরবর্তীতে গুচ্ছে থাকা না থাকার বিষয়টি পরিষ্কার হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতভাবে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত পাশ করা হবে।’

এদিকে দীর্ঘদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি জানানো হলেও এতদিন নীরব ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুই দফায় বিশেষ একাডেমিক কাউন্সিলের তারিখ ঘোষণা করা হলেও পরে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষক সমিতির দাবির মুখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই বিশেষ একাডেমিক কাউন্সিল আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীরা দফায় দফায় মানববন্ধন কর্মসূচিও পালন করেন।