মাগুরায় বাসের মধ্যে অজ্ঞান করে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে

- আপডেট টাইম : ০৪:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৫৩ ১৫০০০.০ বার পাঠক
মাগুরায় পলি আক্তার (৩৫) নামের এক মহিলাকে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামালসহ প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টি। মঙ্গলবার সকালে মাগুরা সদর থেকে কালিগঞ্জ যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে।
সুত্র জানায়, এদিন সকালে মহম্মদপুর উপজেলার মন্ডলগাতী গ্রামে আত্মীয়ের বাড়ী যাওয়ার উদ্দেশ্যে মাগুরা থেকে বাসে ওঠে।(৯:৩০) কিছুক্ষণ পর পাশের সীটে বসে বোরকা পরা একজন ভদ্র মহিলা। কিছুদূর আশার পর শত্রুজিৎপুরে আসার আগে পাশের সিটে বসা বোরকা পরা মহিলা পলির পরিচিত দাবী করে পলির বোরকা খুলতে বলে। পলি বোরকা খুললে তার কপালে কিছু মাখিয়ে দেয়। পরে অজ্ঞান হলে পলির কাছে থাকা নগদ ১ লাখ ৪৪ হাজার টাকা, মোবাইল ফোনসহ বিকাশে থাকা ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
আরো জানা যায়, ঘটনার পর গাড়িটা মহম্মদপুর উপজেলার বনগ্রামে আসলে বাসের কন্টাক্টর পলিকে ডেকে জাগিয়ে তোলে। পলি জেগে দেখে তার ব্যাগে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নাই এবং সে বনগ্রাম বাজারে বাস থেকে নেমে পড়ে। পরে স্থানীয়রা মন্ডলগাতী গ্রামের আত্মীয় জহিরুল ইসলামদের বাড়িতে পৌঁছিয়ে দেয়।
মোঃ জহিরুল ইসলাম এর ভাই মোঃ নাইম ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, পলি আক্তার আমাদের আত্মীয়। মাগুরা থেকে আমাদের বাড়ীতে আসছিলো। আশার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এবং তার কাছে থাকা নগদ ১ লক্ষ ৪৪ হাজার টাকা, মোবাইল, মোবাইলের বিকাশে ৩০ হাজার টাকা ও মালামালসহ প্রায় ২ লাখ টাকা নিয়ে যায়। পলি আক্তার শারীরিকভাবে অসুস্থ অবস্থায় বর্তমানে আমাদের বাড়িতে অবস্থান করছেন।