ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
বরগুনার, পাথরঘাটায় সাবেক ইউপি সদস্যকে হুমকি ও মারধর চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ

কাউন্সলির সাইজ উদ্দিন মোল্লাকে তৃতীয় বারের মত কাউন্সিলর হিসাবে পেতে চায় ৩ নং ওয়ার্ডবাসি

মোঃ জামাল আহমেদ, বিশেষ প্রতিনিধি।
  • আপডেট টাইম : ০৪:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / ১৮০ ৫০০০.০ বার পাঠক

গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রো থানার অধিনস্থ ৩ নং ওয়ার্ডের,সফল কাউন্সিলর কাশিমপুর থানা আওয়ামীলীগ এর ১ নং যুগ্ন সাধারন সম্পাদক গরীবের বন্ধু নিপীড়িত জনতার আস্থার প্রতিক,আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা কে,

পুনরায় কাউন্সিলর হিসাবে পেতে এলাকবাসীর ব্যাপক আলোচনা।চায়ের দোকানে বা বিভিন্ন ঘাটে মাঠে শিশু বৃদ্ধা ময়মুরুব্বি আমজনতা।

সকলে একবাক্যে বলেন আমরা সাইজ উদ্দিন মোল্লা কে পুনরায় নয়,বার বার কাউন্সিলর হিসাবে পেতে চাই।বিনাপ্রতিদন্ধীতায় পেতে চাই,অনেকেই বলেন।

। আমাদের সুখে দুঃখে সাইজ উদ্দিন মোল্লাকে পেয়েছি,৩ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে উন্নয়নের রুপকার তার বিকল্প নাই।তার অবদান আছে মসজিদ,মাদ্রাসা, মন্দীর,বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে তার অবদানের অন্ত নেই,দুস্থ ছাত্রছাত্রী,অসুস্থ রুগী,প্রতিবন্ধী,বেকার যুবক,গৃহহীন,কন্যাদায়গ্রস্ত,শিশুদের খেলার সামগ্রী,ফকির মিসকিন,নির্যাতীত নিপীড়িত জনতা,তার কাছে নেই কোনো ধনী গরীবের বৈশম্য,আমরা এমন ব্যাক্তিকে কাছে পেয়েও হারাতে চাইনা।

যারা বসন্তের কোকিল হয়ে কাছে আসতে চায় তাদের আমরা বয়কট করবো,মাতাল দুশ্চরিত্র,দালাল বাটপারের দল এলাকার উন্নয়নে বাঁধাগ্রস্ত করতে মরিয়া হয়ে কাজ করছে,আমরা চাই এলাকার উন্নয়ন আর উন্নয়ন পেতে হলে কাউন্সিলর দরকার সাইজ উদ্দিন মোল্লাকে। এসময় জনগনের উদ্দেশ্য কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা বলেন

,আসুন দেশের উন্নয়ন চাই, মহানগরের ৩ নং ওয়ার্ডের উন্নয়ন চাই,প্রিয় এলাকবাসী আমি আপনাদেরই সাইজ উদ্দিন,জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,আমি সবসময় আমার দৃষ্টিকে সর্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি, আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই তুষ্ট আলোর উৎস সুর্যে।আমি কাউন্সিলর হয়ে কি কাজ করেছি বা করেনি সেটা আপনারাই ভালো জানেন,তবে আমার সময়টা খারাপ গেছে। কাজ করার উপযোগী সময় পেয়েছি মাত্র ২ বছর।,

বাকি সময় করোনার প্রার্দুরভাব মহামারী পরিস্তিতে শুধু আমার ওয়ার্ড নয়,সারাবিশ্ব অচল ছিলো,আমার চেষ্টার ত্রুটি ছিলোনা জনগনের দুঃখে আমি পাশে দাঁড়িয়েছি,নিরন্ন উপবাসী,বস্ত্রহীন এবং অসুস্থ ব্যাক্তিদের পাশে আমি সবসময় ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।আমি যদি যোগ্যপ্রার্থী হয়ে থাকি,আমি যদি জনগনের সেবক হয়ে থাকি, আমি যদি আপনাদের সেবায় কার্পনতা করে থাকি, তাহলে আমাকে আরেকটিবার সুযোগদিন আমি ৩ নং ওয়ার্ডকে আঁধুনিকতায় সাজিয়ে দিব

,ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ম আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে নিরালস পরিশ্রম করে শহরের সুবিধা অত্র গ্রামে পৌছে দিব ইনশাআল্লাহ,আমার রাজনৈতিক অভিভাবক গাজীপুর জেলা আওয়ামীলীগ এর

সভাপতি,বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম পির দিকনির্দেশনায় তারই সহযোগীতায় উন্নয়নের রোল মডেলে পরিনত করবো ইনশাআল্লাহ,অত্র ওয়ার্ডে একটি কাঁচারোড রাখবোনা ইনশাআল্লাহ,মসজিদ মাদ্রাসা মন্দীর শিক্ষা প্রতিষ্ঠান একটিও কাঁচা থাকবেনা ইনশাআল্লাহ।

মিথ্যা প্ররচনায় ভুলবেন না,কালো টাকার কাছে বিবেক বিক্রি করবেন না,শ্রমিক অধ্যাসিত এই এলাকা এখানে দালাল চাটুকার বাটপারের স্থান নেই, মা বোনেরা নির্বিঘ্নে ঘরে ফিরবে,আপনারই বলুন একজন গার্মেন্টস শ্রমিক বিগতদিনে,তার পরিশ্রমের ফসল সারা মাসের সেলারী তুলে বাসায় ফেরার আগেই দুষ্কৃতকারীরা ছিনিয়ে নিত এখন কি সেটা আছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাই বোনেরা আমাদের গ্রামে আমাদের ওয়ার্ডে এসে জিবীকা নির্বাহ করে, আমরা বাসা ভাড়াদিয়ে মহাসুখে আছি,তাদের দেখার দায়িত্ব কাদের,আমাদের নৈতিক দায়িত্ব,উদাহরণ দিয়ে কথা বলবো না, কথা নয় কাজ কাজই আমার প্রমাণ,তাছাড়া আমার চলার পথে বিচার সালিসে মনের অজান্তে যদি কোনো প্রকার ব্যাথা পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন

আমিও তো মানুষ ভুলত্রুটি তো মানুষের জন্য।এবং আমার রাজনৈতিক বিষয় নিয়ে এবং সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে,তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নিঃসঙ্কোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।আপনাদের জন্য আমার হৃদয়ের জানালা ও বাড়ির দরজা চব্বিশ ঘন্টা খোলা আছে ইনশাআল্লাহ।
আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি,ক্ষমতার বড়াই না করে মানুষের কল্যানে কাজ করি,দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের চিন্তা চেতনায় কাজ করি। প্রতারকদের থেকে দূরে থাকি,প্রতিবেশীদের প্রতি খেয়ালকরি সাধ্য অনুযায়ী সাহায্য প্রদানকরি।আসুন সংঘাত নয় সমাধান চাই আপনি আমি ভাই ভাই।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কাউন্সলির সাইজ উদ্দিন মোল্লাকে তৃতীয় বারের মত কাউন্সিলর হিসাবে পেতে চায় ৩ নং ওয়ার্ডবাসি

আপডেট টাইম : ০৪:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রো থানার অধিনস্থ ৩ নং ওয়ার্ডের,সফল কাউন্সিলর কাশিমপুর থানা আওয়ামীলীগ এর ১ নং যুগ্ন সাধারন সম্পাদক গরীবের বন্ধু নিপীড়িত জনতার আস্থার প্রতিক,আলহাজ্ব সাইজ উদ্দিন মোল্লা কে,

পুনরায় কাউন্সিলর হিসাবে পেতে এলাকবাসীর ব্যাপক আলোচনা।চায়ের দোকানে বা বিভিন্ন ঘাটে মাঠে শিশু বৃদ্ধা ময়মুরুব্বি আমজনতা।

সকলে একবাক্যে বলেন আমরা সাইজ উদ্দিন মোল্লা কে পুনরায় নয়,বার বার কাউন্সিলর হিসাবে পেতে চাই।বিনাপ্রতিদন্ধীতায় পেতে চাই,অনেকেই বলেন।

। আমাদের সুখে দুঃখে সাইজ উদ্দিন মোল্লাকে পেয়েছি,৩ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে উন্নয়নের রুপকার তার বিকল্প নাই।তার অবদান আছে মসজিদ,মাদ্রাসা, মন্দীর,বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে তার অবদানের অন্ত নেই,দুস্থ ছাত্রছাত্রী,অসুস্থ রুগী,প্রতিবন্ধী,বেকার যুবক,গৃহহীন,কন্যাদায়গ্রস্ত,শিশুদের খেলার সামগ্রী,ফকির মিসকিন,নির্যাতীত নিপীড়িত জনতা,তার কাছে নেই কোনো ধনী গরীবের বৈশম্য,আমরা এমন ব্যাক্তিকে কাছে পেয়েও হারাতে চাইনা।

যারা বসন্তের কোকিল হয়ে কাছে আসতে চায় তাদের আমরা বয়কট করবো,মাতাল দুশ্চরিত্র,দালাল বাটপারের দল এলাকার উন্নয়নে বাঁধাগ্রস্ত করতে মরিয়া হয়ে কাজ করছে,আমরা চাই এলাকার উন্নয়ন আর উন্নয়ন পেতে হলে কাউন্সিলর দরকার সাইজ উদ্দিন মোল্লাকে। এসময় জনগনের উদ্দেশ্য কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা বলেন

,আসুন দেশের উন্নয়ন চাই, মহানগরের ৩ নং ওয়ার্ডের উন্নয়ন চাই,প্রিয় এলাকবাসী আমি আপনাদেরই সাইজ উদ্দিন,জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,আমি সবসময় আমার দৃষ্টিকে সর্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি, আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই তুষ্ট আলোর উৎস সুর্যে।আমি কাউন্সিলর হয়ে কি কাজ করেছি বা করেনি সেটা আপনারাই ভালো জানেন,তবে আমার সময়টা খারাপ গেছে। কাজ করার উপযোগী সময় পেয়েছি মাত্র ২ বছর।,

বাকি সময় করোনার প্রার্দুরভাব মহামারী পরিস্তিতে শুধু আমার ওয়ার্ড নয়,সারাবিশ্ব অচল ছিলো,আমার চেষ্টার ত্রুটি ছিলোনা জনগনের দুঃখে আমি পাশে দাঁড়িয়েছি,নিরন্ন উপবাসী,বস্ত্রহীন এবং অসুস্থ ব্যাক্তিদের পাশে আমি সবসময় ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।আমি যদি যোগ্যপ্রার্থী হয়ে থাকি,আমি যদি জনগনের সেবক হয়ে থাকি, আমি যদি আপনাদের সেবায় কার্পনতা করে থাকি, তাহলে আমাকে আরেকটিবার সুযোগদিন আমি ৩ নং ওয়ার্ডকে আঁধুনিকতায় সাজিয়ে দিব

,ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ম আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে নিরালস পরিশ্রম করে শহরের সুবিধা অত্র গ্রামে পৌছে দিব ইনশাআল্লাহ,আমার রাজনৈতিক অভিভাবক গাজীপুর জেলা আওয়ামীলীগ এর

সভাপতি,বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম পির দিকনির্দেশনায় তারই সহযোগীতায় উন্নয়নের রোল মডেলে পরিনত করবো ইনশাআল্লাহ,অত্র ওয়ার্ডে একটি কাঁচারোড রাখবোনা ইনশাআল্লাহ,মসজিদ মাদ্রাসা মন্দীর শিক্ষা প্রতিষ্ঠান একটিও কাঁচা থাকবেনা ইনশাআল্লাহ।

মিথ্যা প্ররচনায় ভুলবেন না,কালো টাকার কাছে বিবেক বিক্রি করবেন না,শ্রমিক অধ্যাসিত এই এলাকা এখানে দালাল চাটুকার বাটপারের স্থান নেই, মা বোনেরা নির্বিঘ্নে ঘরে ফিরবে,আপনারই বলুন একজন গার্মেন্টস শ্রমিক বিগতদিনে,তার পরিশ্রমের ফসল সারা মাসের সেলারী তুলে বাসায় ফেরার আগেই দুষ্কৃতকারীরা ছিনিয়ে নিত এখন কি সেটা আছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাই বোনেরা আমাদের গ্রামে আমাদের ওয়ার্ডে এসে জিবীকা নির্বাহ করে, আমরা বাসা ভাড়াদিয়ে মহাসুখে আছি,তাদের দেখার দায়িত্ব কাদের,আমাদের নৈতিক দায়িত্ব,উদাহরণ দিয়ে কথা বলবো না, কথা নয় কাজ কাজই আমার প্রমাণ,তাছাড়া আমার চলার পথে বিচার সালিসে মনের অজান্তে যদি কোনো প্রকার ব্যাথা পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন

আমিও তো মানুষ ভুলত্রুটি তো মানুষের জন্য।এবং আমার রাজনৈতিক বিষয় নিয়ে এবং সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে,তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নিঃসঙ্কোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।আপনাদের জন্য আমার হৃদয়ের জানালা ও বাড়ির দরজা চব্বিশ ঘন্টা খোলা আছে ইনশাআল্লাহ।
আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি,ক্ষমতার বড়াই না করে মানুষের কল্যানে কাজ করি,দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের চিন্তা চেতনায় কাজ করি। প্রতারকদের থেকে দূরে থাকি,প্রতিবেশীদের প্রতি খেয়ালকরি সাধ্য অনুযায়ী সাহায্য প্রদানকরি।আসুন সংঘাত নয় সমাধান চাই আপনি আমি ভাই ভাই।