রাজধানীর সিকদার বাজারে বোবনের বিস্ফোরণ আহত শতাধিক
- আপডেট টাইম : ০২:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১৫২ ৫০০০.০ বার পাঠক
সূত্র তথ্য মতে জানা যায়,রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে আহত শতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরণে আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্রিগেডিয়ার নাজমুল হক বলেন, এখনো আহত ব্যক্তিরা আসছেন। তাঁদের মধ্যে অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত ব্যক্তির সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে। আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।
বিস্ফোরণের এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।