মোবাইল থেকে ফেইসবুক আইডি হ্যাক করে ষড়যন্ত্রকারীর চক্রান্ত
- আপডেট টাইম : ০২:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
মোবাইল থেকে ফেইসবুক আইডি হ্যাক করে ফায়দা লুটতে একটি হ্যাকার পার্টির চক্রান্তের শিকার হিটু খান নামক একটি ফেইসবুক আইডি।হিটু খান ফেইসবুক আইডি একজন সনামধন্য ব্যাক্তি: মালিশিয়া প্রবাসী পিতা:নওয়াব আলী মাতা:রওশানারা আক্তার, গ্রাম:লায়েকের মোড়,গোপালগঞ্জ সদর।
ফেইসবুক আইডির মুল মালিক হিটু খান বলেন,গত.১৮ শে ফেব্রুয়ারী ২০২৩ তাং থেকে আমার নিজস্ব ফেইসবুক আইডি হ্যাক করেছে একটি কুচক্রীমহল।
সড়যন্ত্রকারী হ্যাকার রা আইডি হ্যাক করে ক্ষ্যান্ত হয়নি,তারা প্রতি নিয়ত ব্লাকমেইল করে চলেছেন,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ছবি দিয়েও মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভাবে স্টাটাস দিচ্ছে, যা আমার ও আমার পরিবারের তথা দেশ ও জাতির কাছে আমাকে হেয়প্রতিপন্ন করছেন।
আমি চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,গত ১৮ তাং হতে আজ পর্যন্ত যত স্টাটাস দিয়েছে তার জন্য আমি দায়ি নই,আজ হতে আমার সকল ফেইসবুক বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করবো আমার হিটু খান নামক আইডিটা আমার আয়ত্বে নাই,আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখুন,ও সকল প্রকার লেনদেন হইতে বিরত থাকুন।
এই হ্যাকারদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে চুড়ান্ত তদন্দ পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তিদিতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করি।