গোপালগঞ্জে পাওনা টাকা না পেয়ে ২৪ ঘন্টা অবরুদ্ধ : ৯৯৯ ফোন করে মুক্তি
- আপডেট টাইম : ০৯:৪৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৩৪ ৫০০০.০ বার পাঠক
গোপালগঞ্জের কাশিয়ানীতে পাওনা টাকা পেয়ে একটি পরিবারকে নিজ ঘরে তালা দিয়ে ২৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
পরে শুক্রবার (০৩ মার্চ) সকালে খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ ও ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে অনুরোধ করেও তালা খোলাতে পারেননি। বেলা ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে তাদেরকে অবমুক্ত করে।
এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার রাতইল ইউনিয়নের পরাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার পরাণপুর গ্রামের ইলিয়াস আলী মোল্যার স্ত্রী হেরা বেগমের সাথে প্রতিবেশি মমতাজ বেগমের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকালে মমতাজ বেগম লোকজন নিয়ে হেরা বেগমের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হুমকি-ধামকি দেয়।
পুনরায় রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের মহিউদ্দিন মিন্টু তার নেতৃত্বে মমতাজ বেগম, টিপু মোল্যাসহ লোকজন নিয়ে হেরার বাড়িতে গিয়ে হামলার চেষ্টা করে। এসময় হেরা বেগম তাদের গতিবিধি দেখে দৌঁড়ে ভবনের মধ্যে ঢুকলে মহিউদ্দিন লোকজন নিয়ে ভবনের প্রবেশের মূল গেট ও দু’টি দরজায় তালা দিয়ে অবরুদ্ধ করে রেখে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে চলে যায়।
সকালে বিষয়টি মুঠোফোনে স্থানীয় গ্রামপুলিশ ভাষান মোল্যা ও ইউপি সদস্য রিজাউল মোল্যাকে জানালে তারাও তালা খুলে দিতে ব্যর্থ হয়। দীর্ঘ ২৪ ঘন্টার পর আজ শুক্রবার বেলা ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে অবরুদ্ধ পরিবারকে অবমুক্ত করে। এ ঘটনার পর থেকে ওই পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ঘটনায় কাশিয়ানী থানার রামদিয়া ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী হেরা বেগম।