খিলক্ষেতে রাজপথে তিলে তিলে গড়ে উঠা নারী নেতৃত্বের অধিকার অর্জন করেছেন
- আপডেট টাইম : ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ২১৪ ৫০০০.০ বার পাঠক
এলাকার অসহায় ও গরীব মানুষ সহ সর্ব মহলে জনসাধারণের মন জয় মানুষের সুখে দুখে সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছে একজন সেই নারী নেএী শশী আক্তার শাহিনা খিলক্ষেতের পরতেক টি পড়া মহল্লায় রয়েছে তার সুনাম অর্জন করে চলেছেন তিনি খিলক্ষেতের নিকুঞ্জ ১ ও২, টান পাড়া, খা পাড়া, বেপারী পাড়া,মধ্যে পাড়া,বটতলা নয়া নগর, উওর পাড়া,মেম্বার বাড়ি, আম তলা,তেঁতুল তলা,তালেরটেক,সানলাইট পর্ব নামা পাড়া, বোট ঘাট, চানাচুর ফ্যাক্টরী এলাকা, লেক সিটি, বউড়া, ডুমনী,নুর পাড়া, পাতিরা,মস্তুল,ডেলনা, তলনা, খিলক্ষেতের কৃতি সন্তান, সুশিক্ষিত সুনাগরিক তিনি রাজনীতি করেন জনগন সুখে শান্তিতে বসবাস করতে পারে সাধারণ মানুষ শোষণ মুক্ত থাকতে পারে, আমি সেই লক্ষে কাজ করে যাচ্ছি , শশী আক্তার শাহিনা নেএী খিলক্ষেত থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দেখতে চায় বলে জানান খিলক্ষেত থানা এলাকার বিভিন্ন পাড়া মহল্লার মুরব্বিরা বলেন আমাদের এলাকার মেয়ে হিসাবে শাহিনা অনেক ভালো আমরা সবাই চাই শাহিনাকে খিলক্ষেত থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দেখতে চাই দোয়া ও শুভকামনা রইল শশী আক্তার শাহিনা।