মহান মাতৃভাষা দিবসে সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করেন,কাউন্সিলর রফিকুল ইসলাম

- আপডেট টাইম : ০৩:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ২৮২ ৫০০০.০ বার পাঠক
২১ ফেব্রুয়ারি রক্তদিয়ে কেনা আমার মায়ের ভাষা,বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় লিখি পড়ি বাংলা ভাষা ব্যক্ত করি সকল চাওয়া পাওয়া।
গাজীপুর মহানগর কশিমপুর ৪ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর অত্যান্ত প্রিয় মানুষ গরীবের বন্ধু নিপীড়িত জনতার আস্থার প্রতিক মোঃ রফিকুল ইসলাম।
কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন,বাংলা ভাষার মাস ২১,ফেব্রুয়ারীর আগমনে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই,এবং ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করি। রক্তদিয়ে কেনা আমার মায়ের ভাষা,আজ যে ভাষায় আমরা কথা বলছি এটা বাঙালী জাতির তাজা রক্তের বিনিময়ে পাওয়া,আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
আমরা হতবাগা বাঙালি এমনই যে,বিভিন্ন দেশের ভাষাকে প্রাধান্যদিয়ে নিজ দেশের ভাষাকে অমর্যাদা করছি,আসুন আমরা মায়ের ভাষাকে সম্মান জানাই,দেশের জন্য,ভাষার জন্য যারা জীবন দিয়েছেন,রফিক শফিক সালাম বরকত সহ সকলের আত্নার মাগফিরাত কামনা করি।আমি আবারো বলবো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।মোঃ রফিকুল ইসলাম কাউন্সিলর ৪ নং ওয়ার্ড কাশিপুর গাজীপুর মহানগর।