নকলায় জাতীয় কৃষি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
- আপডেট টাইম : ১০:৪২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / ১৮৪ ৫০০০.০ বার পাঠক
শেরপুরের নকলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২২ জানুয়ারি রবিবার দুপুরে স্থানীয় নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে প্রাথমিক পর্যায়ের ৫-১১ বছর বয়সি ২৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ হাজার ২৮০ জন এবং মাধ্যমিক পর্যায়ের ১২-১৬ বছর বয়সি ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ হাজার ৩০২ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। বাদ যাবে না বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বিদ্যালয়ে গমন করে না এমন শিশুসহ পথশিশুরাও।