মেট্রোরেলে প্রথম ছেলে সন্তান জন্ম দিলেন-সোনিয়া রানী রায়
- আপডেট টাইম : ০৮:১৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / ১৫১ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-চিকিৎসকের কাছে যাওয়ার সময় হঠাৎ বাংলাদেশের মেট্রোরেলেই প্রসব বেদনা ওঠে-সোনিয়া রানী রায়ের,সোনিয়া রানীর স্বামী সুকান্ত সাহা গন মাধ্যমকে বলেন- আমার স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হতো। হাসপাতলে ভর্তি করানোর জন্য এদিন বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলেই তাঁর প্রসব বেদনা ওঠে। এতে মেট্রোরেল ষ্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের নারী সদস্যদের সহযোগিতায়-সেখানেই বাচ্চা প্রসব করানো হয়।
মা এবং ছেলে দুজনেই সুস্থ আছেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেট্রোরেল ষ্টেশনে তাৎক্ষণিকভাবে সবাই দেবদূতের মতো সহযোগিতা করেছেন-উল্লেখ করে সুকান্ত সাহা আরও বলেন- আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। সবাই তাৎক্ষণিক প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন।
মেট্রোরেল কর্তৃপক্ষ-আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ।