কাশিমপুরে অসহায় পরিবারের উপরে ভূমিদস্যুদের হানা
- আপডেট টাইম : ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ২২৭ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুর থানার আওতাধীন ১ নং ওয়ার্ডের কোনাপাড়া মৌজার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা শামসুন্নাহার বেবী খাতুন স্বামী আনোয়ার হোসেন।তিনি ঝালকাঠি থেকে বিগত ১২ /০৩/ ২০০৫ সালে.কোনাপাড়া মৌজায় নাজিমুদ্দিন দুলুর নিকট থেকে এস এ ৬০ দাগের মধ্যে ০৫ শতাংশ জমি ক্রয় করিয়া শান্তিপূর্ণ ভাবে মাধবপুর গ্রামে বসবাস করে আসিতেছেন।
তারা স্বামী স্ত্রী পেশায় গার্মেন্টস কর্মী,দুই কন্যা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন আনোয়ার + বেবী।বিগত ৩ ই ডিসেম্বর ২০২২ অসহায়.বেবী আনোয়ার এর জমি ভূমিদস্যু রা নিজেদের জমি দাবী করে অযৌতিক ভাবে।অসহায় আনোয়ার বেবীর বাড়িতে অনধিকার প্রবেশ করেন অভিযুক্ত (১) শহিদুল ইসলাম (২) সোহেল (৩) জাহাঙ্গীর (৪) রমজান আলী(৫) পান্জু মিয়া(৬) নুরুজ্জামান (৭) রুবেল (৮)শরিফুল (৯) তোতা মিয়া(১০) নজরুল ইসলাম। তারা বাসা বাড়িতে প্রবেশ করেই বেধড়ক পিটিয়ে জখম করেন আনেয়ার কে।
পরপরই তার স্ত্রী বেবী খাতুন.সামনে এলে তাকে মার্ডার করার উদ্দেশ্য এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিতে কোপ দিতে থাকে। আত্নরক্ষার জন্য চেষ্টা করে বেবী খাতুন,তখন সন্ত্রাসীদের দায়ের কোপ তার চোঁখের নিচে লাগে,এবং বিভিন্ন জায়গায় কোপ দিয়ে জর্জজরিত করে।তার কলেজ পড়ুয়া কন্যা এগিয়ে এলে তাকে শারীক নির্যাতন করে,এবং বাড়ির আসবাবপত্র ভাংচুর করে,তখন তাদের
আত্নচিৎকারে এলাকবাসী ছুটে এলে,তড়িঘড়ি করে ভূমিদস্যুরা বেবী খাতুন এর গলায় থাকা ১০ আনা স্বর্নের চেইন ও নতুন ঘর তৈরি করার জন্য জমানো নগদ ৫৫ হাজার চার শত টাকা নিয়ে পালিয়ে যায়।উক্ত বিষয়ে অসহায় আনোয়ার পরিবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে
মহানগরের কাশিমপুর মেট্রোথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও কাউন্সিলর বিষয়টি অবগত থাকলেও কাউকে তোয়াক্কা না করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত ক্ষমতা দেখিয়ে চলেছেন শহিদুল গং।অভিযোগ ও সাধারন ডায়েরী জিডি করলেও আইনের আওতায় আসছেনা শহিদুল গং।কোনো অদৃশ্য শক্তি বলে বলিয়ান
উক্ত বিষয়টি তদন্ত পর্যবেক্ষণ পূর্বক দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার ও এলাকবাসী।