গাজীপুরে তুচ্ছ ঘটনার জেরে সেনেটারী মিস্ত্রি খুন
- আপডেট টাইম : ০৬:৫১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ৩৭২ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥
গাজীপুর শহরে তুচ্ছ ঘটনার জেরে কলেজ ছাত্রের ধারালো অস্ত্রের আঘাতে বৃহষ্পতিবার রাতে খুন হয়েছেন এক সেনেটারী মিস্ত্রি। নিহতের নাম- সাদেক হোসেন (৩২)। তিনি শেরপুরের ঝিনাইগাতী থানার বাঁকাকোড়া এলাকার শাহ আলমের ছেলে।
জিএমপি’র সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গাজীপুর শহরের মধ্য ছায়াবিথী এলাকার ভাড়া বাসায় থেকে সেনেটারী মিস্ত্রির কাজ করতেন সাদেক হোসেন (৩২)। বৃহষ্পতিবার রাত সোয়া ৯টার দিকে মধ্যছায়াবিথীর আশরাফ ইঞ্জিনিয়ারের বাসার সামনে তার সঙ্গে দেখা হয় পশ্চিম ভুরুলিয়া এলাকার সফিকুল ইসলামের ছেলে কাওসারের (২৩)। এসময় সাদেককে সালাম না দেওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে কাওসার উত্তেজিত হয়ে চাপাতি দিয়ে সাদেকের গলার ডান পাশে সজোরে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন সাদেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাদেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কাওসার স্থানীয় কাজী আজিম উদ্দীন কলেজ থেকে এবছর এইচএসসি উত্তীর্ণ হয়েছে। সে পরিবারের সঙ্গে মধ্য ছায়াবিথী এলাকার বাসায় থাকে। তবে মাদক ব্যবসার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।