পীরগঞ্জে একরাতে ২ কৃষকের ৫ গরু চুরি

- আপডেট টাইম : ০৪:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
রংপুরের পীরগঞ্জে গত রোববার দিবাগত রাতে ২ কৃষকের ৫টি গরু চুরি হয়েছে বলে জানা গেছে, টুকুরিয়া ইউনিয়নের মোনাইল গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শহিদুল ইসলামের ৩টি গাভী ও চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের মৃত হোসেন মুন্সির পুত্র আসাদুজ্জামান শাহীনের ফ্রিজিয়ান জাতের একটি গাভী ও একটি ষাঁড় চুরি হয়েছে বলে জানা গেছে।
চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ তার ইউনিয়নের গরু চুরির বিষয়টি নিশ্চিত করে জানান অনন্তরামপুরের শাহীন মিয়ার ২ টি গরু হারিয়ে সে নিঃস্ব হয়ে গেছে, বিষয়টি খুবই দুঃখ জনক । টুকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, গতকাল রাতে শহিদুল ইসলামের গোয়াল থেকে ৩টি গাভ গরু চুরি হওয়ায় সে পাগল প্রায়। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইানচাজ জাকির হোসেন সাংবাদিকদের জানান টুকুরিয়া ইউনিয়নের ৩ টি গাভী চুরির বিষয়টি জানি কিন্তু চৈত্রকোল ইউনিয়নের গরু চুরির বিষয়টি এখনও কেউ আমাকে জানায়নি।