ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
জামালপুরে করল্লা চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে কৃষককুল স্বাবলম্বি চট্টগ্রাম সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১টি এলজিসহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার। প্রচন্ড খড়া রোদে ডিএমপি কমিশনারের স্বস্থির উদ্যোগ পাহাড় পুর বাজারে ক্ষমতার দাপটে সরকারি শৌচাগার বন্ধ করে দোকান ঘর নির্মাণ, মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিলেন জননেত্রী ও প্রধান মাসকিনা মমতাজ সরিষাবাড়ীতে উজ্জল হত্যা মামলার আসামিদের  ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মোংলায় ডে বোট অপারেটর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কালিহাতিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত ডিএমপির ৬ কর্মকর্তার বদলি কালিয়াকৈরে পালিত হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪

কুমিল্লা সদরের ৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নের খেতাসার গ্রামের গ্যারেজে ডাকাতি 

সূত্র তথ্য মতে জানান-চোর,ছিনতাই কারী,চাঁদাবাজ,ভূমিদস্যু,ডাকাত,এই সমস্ত অপকর্ম কারী কুমিল্লা জেলার-আদর্শ সদর উপজেলার-কোতোয়ালি থানাধীন-৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নের- বিভিন্ন গ্রামে-তাদের অবৈধ কার্যক্রম চালায়।তারই ধারাবাহিকতায় আজ ২৩-১২-২০২২ ইংরেজি শুক্রবার-আনুমানিক ফজর নামাজের পূর্বে-খেতাসার গ্রামে এক অটোর গ্যারেজে ডাকাতি হয়,সিসি ক্যামেরা ফুটেজে বের হয়ে আসে-ডাকাতিতে একটি পিকআপ ভ্যানে-তিন জন মানুষ-চানানী পুকুর পাড়ের-রাস্তা দিয়ে ঢুকে-আসিফ ভূঁইয়ার জায়গায়-উজির  আলীর গ্যারেজে ডাকাতি করে অটো রিক্সা নিয়ে যায় অনেক গুলো।যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা এবং তাঁরা ডাকাতির পূর্বে গ্যারেজের আশে পাশের বাড়ী ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়-উজির আলী জানান-ভাই আমার গ্যারেজ  ডাকাতি হওয়ার পর আমি এখন নিঃস্ব,ফকির,আমার ব্যাংক লোন-সমিতির লোন-এখন আমি কি করবো?!।ভেবে কুলকিনারা পাচ্ছিনা,উক্ত সব ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে-উজির আলীর ক্ষতিপূরণ এর ব্যবস্থা করে দেয়ার অনুরোধ জানান-উক্ত এলাকার সুশীল সমাজ-কুমিল্লা জেলা পুলিশের প্রতি।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

জামালপুরে করল্লা চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে কৃষককুল স্বাবলম্বি

কুমিল্লা সদরের ৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নের খেতাসার গ্রামের গ্যারেজে ডাকাতি 

আপডেট টাইম : ০২:৫৯:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

সূত্র তথ্য মতে জানান-চোর,ছিনতাই কারী,চাঁদাবাজ,ভূমিদস্যু,ডাকাত,এই সমস্ত অপকর্ম কারী কুমিল্লা জেলার-আদর্শ সদর উপজেলার-কোতোয়ালি থানাধীন-৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নের- বিভিন্ন গ্রামে-তাদের অবৈধ কার্যক্রম চালায়।তারই ধারাবাহিকতায় আজ ২৩-১২-২০২২ ইংরেজি শুক্রবার-আনুমানিক ফজর নামাজের পূর্বে-খেতাসার গ্রামে এক অটোর গ্যারেজে ডাকাতি হয়,সিসি ক্যামেরা ফুটেজে বের হয়ে আসে-ডাকাতিতে একটি পিকআপ ভ্যানে-তিন জন মানুষ-চানানী পুকুর পাড়ের-রাস্তা দিয়ে ঢুকে-আসিফ ভূঁইয়ার জায়গায়-উজির  আলীর গ্যারেজে ডাকাতি করে অটো রিক্সা নিয়ে যায় অনেক গুলো।যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা এবং তাঁরা ডাকাতির পূর্বে গ্যারেজের আশে পাশের বাড়ী ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়-উজির আলী জানান-ভাই আমার গ্যারেজ  ডাকাতি হওয়ার পর আমি এখন নিঃস্ব,ফকির,আমার ব্যাংক লোন-সমিতির লোন-এখন আমি কি করবো?!।ভেবে কুলকিনারা পাচ্ছিনা,উক্ত সব ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে-উজির আলীর ক্ষতিপূরণ এর ব্যবস্থা করে দেয়ার অনুরোধ জানান-উক্ত এলাকার সুশীল সমাজ-কুমিল্লা জেলা পুলিশের প্রতি।