সম্পাদকীয় মহান বিজয়ের চেতনা
- আপডেট টাইম : ১২:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
চেতনায় বিজয়-বিজয়ের চেতনা,১৬ই ডিসেম্বর কে কেন্দ্র করা হচ্ছে মহান বিজয় আসে,আমাদের ১৯৭১ সালের ডিসেম্বর মাসে রক্তক্ষয়ী এক স্নায়ু যুদ্ধের মাধ্যমে
আসে মহান বিজয়।
যার রেশ এখনো রয়ে গেছে,আমাদের এই দেশে যুদ্ধ নয় মাস ঘাটলেও যুদ্ধের পূর্বে ছিল গৃহযুদ্ধ,মানসিক অত্যাচার থেকে শারীরিক যুদ্ধ কি হয়নি এই নয় মাসে!বিশ্ব বিবেক নাড়া দিয়েছিল তখন-বিশ্ব মিডিয়া এসেছিল বাংলাদেশে-তৎকালীন পূর্ব পাকিস্তানে-বিশ্ব মিডিয়ার অবদান ছিল অপরিসীম-এই স্বাধীনতার জন্য বিশ্বববিবেক নাড়া দিয়েছিল-কিছু দুর্দান্ত রিপোর্ট আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়েছিল-আন্তর্জাতিক শিল্পীরা গান গেয়েছিল দেশের স্বাধীনতার জন্য।
সব দিনমজুর খেটে খাওয়া মানুষ সবাই সম্মিলিতভাবে চেয়েছিল একটা স্বাধীন দেশ বর্তমান রূপ বাংলাদেশ।
স্বাধীনতা পেল আমাদের ভূমি এখনো নির্ধারণ হয়নি বাংলাদেশের কোথাও কোথাও রয়েছে ইন্ডিয়ার সীমান্ত পিলার, কাঁটাতারের বেড়া,কিন্তু সীমান্ত পিলার।
সীমান্ত পিলার
এর অনেক বাইরে এসে কাটা তারের বেড়া দেয়া হয়েছে,এমন অভিযোগ আছে!?।কিসের ভিত্তিতে এসব অমানবিক অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের প্রতি? স্বাধীনতা অর্জন করতে হবে আমাদের সীমান্তের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
প্রকাশক ও সম্পাদক বোরহান হাওলাদার জসিম।