সাংবাদিক সাইফুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেয়ায় ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ
- আপডেট টাইম : ০৯:২৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ৪০৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম এবং বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী ফরিদকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ডিআরইউ ও ক্র্যাব।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, অনিয়ম বিষয়ে ৫ পর্বের অনুসন্ধানি প্রতিবেদন প্রচার করায় এই হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দুর্নীতিবাজ অসাধু চক্রের প্রত্যক্ষ ইন্ধনে এই ধরনে হুমকি দেওয়ার অপচেষ্টা করা হয়েছে বলে ডিআরইউ ও ক্র্যাব নেতৃবৃন্দ মনে করেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বনানী থানায় গত ১ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে; যার নম্বর ৬২।
ডিআরইউ ও ক্র্যাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, আমরা জানতে চাই কারা সেই প্রভাবশালী চক্র? দুর্নীতিবাজ চক্রের এ ধরনের হুমকি সাংবাদিক সমাজ স্বাভাবিকভাবে মেনে নিবে এমনটা ভাবার কোন কারণ নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ বিষয়ে যেহেতু থানায় জিডি হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করে এই হুমকির ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নিবে এটাই আমাদের প্রত্যাশা। এধরনের হুমকির পর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পুর্ণ দায়ভার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।