ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি: হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় শপথ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে পীরগঞ্জে আগাম শীত- স্বাস্থ্য ঝুঁকিতে শিশু সহ বয়োবৃদ্ধরা ২৪ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা, চরম ভোগান্তিতে যাত্রীরা হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ বৈষমহীন দেশ গঠনে রাস্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপিকে নিতে হবে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলায় ইউপি সদস্য মফিজুল হকের জবরদখল করা একটি আস্তানায় গোপন ক্যমেরায় বখাটেদের মাদক সেবন করার সত্যতা উঠে আসে মধ্যপ্রাচ্য বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরায়েলের বিমান হামলা গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ নভেম্বর জিরো পয়েন্টে আসার ডাক আওয়ামী লীগের

ভন্ড কবিরাজ তান্ত্রিকদের দৌরাত্ম 

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৯:১৬:১৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১
  • / ১৬৯৯ ৫০০০.০ বার পাঠক

এস.এম মনির,স্টাফ রিপোর্টার।।

যার একিন আছে তার সেফা আছে ” এমন মন গোলানো শিরোনামে বিজ্ঞাপন প্রায় দেখা যায়, বিভিন্ন জায়গায় ভন্ড তান্ত্রিক কবিরাজদের দৌরাত্ম বেড়েই চলছে। কুমিল্লা বুড়িচং থানায় এমন এক ভন্ড তান্ত্রিক কবিরাজের খোজ পাওয়া গেছে যিনি গ্যারান্টি দিয়া বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে সাধারন মানুষের সাথে প্রতারনা করে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ স্বল্প টাকায় রোগ সাড়ানোর জন্য, কঠিন সমস্যা সমাধানের জন্য কবিরাজের কাছে গেলে ভুক্তভোগীর দুর্বলতাকে কাজে লাগিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে। বিলকিস নামে এক ভুক্তভোগীর সাথে কথা বললে তিনি বলেন যে আমার স্বামী পর নারীর প্রতি আসক্ত, আমাকে ইকটুও ভালো কয় না এই সমস্যার জন্য তার কাছে গেছিলাম কবিরাজ আমার কাছে বিশ হাজার টাকা দাবি করে আমি স্বামী কে বশে আনার জন্য আমার একমাত্র সম্বল হাতের রোলি বিক্রি করে কবিরাজ কে দেই কিন্তু স্বামী আমার আজও বশে আসনি। কবিরাজের সাথে আবার দেখা করলে আমাকে জানায় যে আমার স্বামী কে নাকি কোন মেয়ে জ্বিন চালান দিয়েছে তাই আমাকে দেখতে পারে না এই জ্বিন তার থেকে সাড়াতে হলে আরো ৩০ হাজার টাকা দিতে হবে।

রহিম নামে এক ভুক্তভোগীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি দীর্ঘ দিন যাবৎ বিদেশে চেষ্টা করেও যেতে পারছিলাম না তারপর এক ভাইয়ের পরামর্শে এই কবিরাজের কাছে আসি সে আমার কাছে চল্লিশ হাজার টাকা দাবি করে আমি বিদেশ যাওয়ার লোভে জমি বিক্রি করে তাকে টাকা টা দেই কিন্তু এখনো আমার বিদেশ যাওয়া হয়নি আর কবে তাও জানি না।

নাম না প্রকাশে এক বয়স্ক মহিলা জানান তার মেয়ের বিয়ে হচ্ছিলো না তাই মেয়ে কে নিয়া কবিরাজের কাছে নিয়ে গেছিলাম তার পর কি হলো আমার মেয়ে আর ঘরে থাকে না ২৪ ঘন্টা ওই কবিরাজের ওখানেই থাকে বাসায় আসে না আমাদের সাথেও যোগাযোগ রাখে না এভাবে আরো অনেক মেয়েকে তার দরবারে এনেছে। আর রাত হলে তার দরবারে বিভিন্ন পুরুষের আনা-গনা বেরে যায়। আরেক সন্তান হাড়া মা আমাদের জানায় তার ছেলেকে নাকি এই কবিরাজ কুফরি করে বান মেরে হত্যা করেছে।

সরজমিনে কবিরাজের কথা বললে কবিরাজ জানান যে আমি অনেক সাধনা করে এই অলৌকিক শক্তি অর্জন করেছি,আল্লাহর কালাম পরে জার ফোক দেই, আর আমি গ্যারান্টি দিয়া কাজ করি, কাজ না হলে টাকা ফিরত দেই, কিছু লোক আমার সাফল্য দেখে আমার ষড়যন্ত্র করছে।

এলাকার কিছু মানুষ আমাদের জানান যে এই কবিরাজ মহিলা ভন্ড, ভূয়া ওনার তিন চার বিয়ে হয়েছে কোন স্বামীর সাথেই সে সংসার করতে পারেনি, ওনি দীর্ঘ দিন নিখোঁজ ছিলো হঠাৎ করে এলাকায় এসে নিজেকে একজন কবিরাজ দাবি করে, তার এই কাজ সফল ভাবে চালিয়ে যাওয়ার জন্য এলাকার কিছু লোক কে হাত করে নিয়েছে এবং তার কিছু পুরুষ- মহিলা আছে যারা বিভিন্ন  জায়গায় তার কবিরাজির ব্যাপারে প্রচার করে এবং মানুষ কে তার কাছে আসতে উৎসাহিত করে। অনুসন্ধান চলছে…

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভন্ড কবিরাজ তান্ত্রিকদের দৌরাত্ম 

আপডেট টাইম : ০৯:১৬:১৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০২১

এস.এম মনির,স্টাফ রিপোর্টার।।

যার একিন আছে তার সেফা আছে ” এমন মন গোলানো শিরোনামে বিজ্ঞাপন প্রায় দেখা যায়, বিভিন্ন জায়গায় ভন্ড তান্ত্রিক কবিরাজদের দৌরাত্ম বেড়েই চলছে। কুমিল্লা বুড়িচং থানায় এমন এক ভন্ড তান্ত্রিক কবিরাজের খোজ পাওয়া গেছে যিনি গ্যারান্টি দিয়া বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে সাধারন মানুষের সাথে প্রতারনা করে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে। সাধারণ মানুষ স্বল্প টাকায় রোগ সাড়ানোর জন্য, কঠিন সমস্যা সমাধানের জন্য কবিরাজের কাছে গেলে ভুক্তভোগীর দুর্বলতাকে কাজে লাগিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে। বিলকিস নামে এক ভুক্তভোগীর সাথে কথা বললে তিনি বলেন যে আমার স্বামী পর নারীর প্রতি আসক্ত, আমাকে ইকটুও ভালো কয় না এই সমস্যার জন্য তার কাছে গেছিলাম কবিরাজ আমার কাছে বিশ হাজার টাকা দাবি করে আমি স্বামী কে বশে আনার জন্য আমার একমাত্র সম্বল হাতের রোলি বিক্রি করে কবিরাজ কে দেই কিন্তু স্বামী আমার আজও বশে আসনি। কবিরাজের সাথে আবার দেখা করলে আমাকে জানায় যে আমার স্বামী কে নাকি কোন মেয়ে জ্বিন চালান দিয়েছে তাই আমাকে দেখতে পারে না এই জ্বিন তার থেকে সাড়াতে হলে আরো ৩০ হাজার টাকা দিতে হবে।

রহিম নামে এক ভুক্তভোগীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি দীর্ঘ দিন যাবৎ বিদেশে চেষ্টা করেও যেতে পারছিলাম না তারপর এক ভাইয়ের পরামর্শে এই কবিরাজের কাছে আসি সে আমার কাছে চল্লিশ হাজার টাকা দাবি করে আমি বিদেশ যাওয়ার লোভে জমি বিক্রি করে তাকে টাকা টা দেই কিন্তু এখনো আমার বিদেশ যাওয়া হয়নি আর কবে তাও জানি না।

নাম না প্রকাশে এক বয়স্ক মহিলা জানান তার মেয়ের বিয়ে হচ্ছিলো না তাই মেয়ে কে নিয়া কবিরাজের কাছে নিয়ে গেছিলাম তার পর কি হলো আমার মেয়ে আর ঘরে থাকে না ২৪ ঘন্টা ওই কবিরাজের ওখানেই থাকে বাসায় আসে না আমাদের সাথেও যোগাযোগ রাখে না এভাবে আরো অনেক মেয়েকে তার দরবারে এনেছে। আর রাত হলে তার দরবারে বিভিন্ন পুরুষের আনা-গনা বেরে যায়। আরেক সন্তান হাড়া মা আমাদের জানায় তার ছেলেকে নাকি এই কবিরাজ কুফরি করে বান মেরে হত্যা করেছে।

সরজমিনে কবিরাজের কথা বললে কবিরাজ জানান যে আমি অনেক সাধনা করে এই অলৌকিক শক্তি অর্জন করেছি,আল্লাহর কালাম পরে জার ফোক দেই, আর আমি গ্যারান্টি দিয়া কাজ করি, কাজ না হলে টাকা ফিরত দেই, কিছু লোক আমার সাফল্য দেখে আমার ষড়যন্ত্র করছে।

এলাকার কিছু মানুষ আমাদের জানান যে এই কবিরাজ মহিলা ভন্ড, ভূয়া ওনার তিন চার বিয়ে হয়েছে কোন স্বামীর সাথেই সে সংসার করতে পারেনি, ওনি দীর্ঘ দিন নিখোঁজ ছিলো হঠাৎ করে এলাকায় এসে নিজেকে একজন কবিরাজ দাবি করে, তার এই কাজ সফল ভাবে চালিয়ে যাওয়ার জন্য এলাকার কিছু লোক কে হাত করে নিয়েছে এবং তার কিছু পুরুষ- মহিলা আছে যারা বিভিন্ন  জায়গায় তার কবিরাজির ব্যাপারে প্রচার করে এবং মানুষ কে তার কাছে আসতে উৎসাহিত করে। অনুসন্ধান চলছে…