বিরল ব্যাধিতে আক্রান্ত গায়িকা সেলিন ডিওন
- আপডেট টাইম : ০৫:০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ২৭৯ ৫০০০.০ বার পাঠক
খুব বিরল একটি স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে নিজের আসন্ন শোগুলো বাতিল করেছে জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী সেলিন ডিওন। জানা গেছে তার এই শারীরিক সমস্যাটি তার কণ্ঠে প্রভাব ফেলছে। তাই তিনি গানের শোগুলো আপাতত স্থগিত করেছেন।ইনস্টাগ্রামে পোস্ট করা পাঁচ মিনিটের একটি ভিডিওতে আবেগপ্রবণ হয়ে সেলিন বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। তিনি বলেন, “সম্প্রতি আমি ‘স্টিফ পারসন সিনড্রোম’ নামক একটি বিরল স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হয়েছি। এই রোগটি এক মিলিয়ন মানুষের মধ্যে একজনের হয়ে থাকে। এটি এতটাই বিরল। এটি খিঁচুনি সৃষ্টি করে যা আমার দৈনন্দিন জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো হাঁটতে গেলেও অসুবিধায় পড়ি আমি। এছাড়া আমার ভোকাল কর্ডেও সমস্যা তৈরি করছে এটি। তাই আমি নিজের মতো করে গানটুকুও গাইতে পারছি না। পারছি না।”
ভক্তদের উদ্দেশ্যে বার্তা দেন ডিওন
ভক্তদের উদ্দেশ্যে গায়িকা আরো বলেন, “আজ আপনাদের জানাতে আমার কষ্ট হচ্ছে যে আমি ফেব্রুয়ারিতে আমার ইউরোপ সফর করতে পারব না। আমার শারীরিক অবস্থার উন্নতির জন্য আমার সন্তানেরা এবং ডাক্তারদের একটি দল আমাকে সার্বক্ষনিক নজরদাড়িতে রাখছেন। আমি এই রোগটির কারণে বেশ সংগ্রাম করছি।”
ইউরোপে ডিওনের বসন্তের সফরটি ফেব্রুয়ারিতে চেক প্রজাতন্ত্রে শুরু হওয়ার কথা ছিল। এটি এখন পিছিয়ে ২০২৪ সালে নেওয়া হয়েছে। এছাড়াও তার ৮টি গ্রীষ্মকালীন শো সম্পূর্ণ বাতিল করা হয়েছে।