সংবাদ শিরোনাম ::
জেলা কুমিল্লার ৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের সরকারী খাল দখল করে- কতিপয় দুষ্কৃতিকারী!
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৫৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ৪২২ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
দেশের কুমিল্লা জেলায় কোতয়ালী থানাধীন আদর্শ সদর উপজেলায় ৩ নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়নের-ঝাগুরঝুলি হতে ধর্মপুর সড়কের-খেতাসার ও চম্পক নগরের সীমান্তের খালটি কতিপয় দুষ্কৃতিকারীরা দখল করে ভবন নির্মান করে। এতে এই অঞ্চলের মানুষের ব্যবহৃত ও অব্যবহৃত পানি- নিষ্কাশনে বড় বাধা।
পরিবেশ ও পল্লীউন্নয়নবিদগন মনে করেন- এই সব অবৈধ স্থাপনা দ্রুত ভাঙ্গা দরকার- এ অঞ্চলের মানুষের সুস্থ্যতার জন্য।
ভূমি আইন মতে- সুত্র জানান- খাল সরকারী সম্পত্তি যা- বিক্রি বা লিজ দেওয়া হয়না। তবে স্থানীয় ভূমি অফিস, ইউনিয়ন অফিস, জনপ্রতিনিধি ও ভ্রাম্যমান আদালত থাকার পরও কি করে এসব ভবন খাল দখল করে নির্মান হলো-ভাবছে সুশীল সমাজ!
এই নিয়ে কাজ করছে প্রশাসনের একটি সেল, উক্ত সেল-খেতাসার রাজাপুর, খেতাসার চম্পকনগর, খেতাসার নোয়াপাড়া, খেতাসার রঙ্গপুরসহ উক্ত ইউনিয়নের অন্যান্য খাল পুনরুদ্ধারে কাজ করছে। চাচ্ছে তারা এই ইউনিয়নের বাসিন্দাদের সহযোগিতা। এতেই সম্ভব- সত্যিকারের মডেল ইউনিয়ন।
আরো খবর.......