ঢাকা-রংপুর মহাসড়কের চাঞ্চল্যকর বাস ডাকাতির লুন্ঠিত মালামাল সহ আটক – ৩

- আপডেট টাইম : ০৮:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ১৯৬ ৫০০০.০ বার পাঠক
গত ০৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৮ ঘটিকায় জায়েদা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ৪০-৪৫ জন যাত্রী নিয়ে, ঢাকা গাবতলি থেকে ঠাকুরগাঁও এর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্য চন্দ্রা এলাকয় বাসটি আসলে ৬ জন যাত্রী ওঠে। এরপর রাত আনুমানিক ০১.৩০ মিনিটে গাড়িটি বগুড়ার সৌখিন হোটেলে যাত্রা বিরতি দেয়।এরপর গোবিন্দগঞ্জ পার হওয়ার পর যাত্রীবেশে ওঠা অজ্ঞাতনামা ০৬ জন ডাকাত উক্ত বাসের ড্রাইভার সুমন মিয়া কে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ ৭৯,৭০০/- টাকা, ১২ টি মোবাইল, ০২ টি হ্যান্ড ব্যাগ এবং পাচ আনা ওজনের স্বর্ণের কানের দুল লুট করে নেয়। ডাকাতরা সুমন মিয়া নামেও এক বাস যাত্রীকে ছুরিকাঘাত করে। পলাশবাড়ী ও ধাপেরহাটের মাঝামাঝি পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ী নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণে এনে নেমে যায়। উক্ত ঘটনায় জাহেদা বাসের ম্যানেজার , আপেল মাহমুদ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজন কে আসামী করে পীরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তারিখ-১০/১১/২২ ইং, ধারা-৩৯৫/৩৯৭ দঃ বিঃ।
হাইওয়ে রাস্তায় উক্ত ডাকাতির ঘটনাটি ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঢাকা রংপুর রুটে চলাচলকারী বাস যাত্রীদের মধ্যে ব্যপক ভীতি সৃষ্টি করে। বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া উক্ত ডাকাতির ঘটনাটি ব্যপক গুরুত্বসহকারে প্রচার করে।
রংপুরের সহকারী পুলিশ সুপার ডি সার্কেল ও পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ অতি দ্রুত উক্ত ডাকাতির ঘটনার ক্লু উদঘাটন করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ইং ১০নভেম্বর সকাল ৫.৪৫ ঘটিকায় অত্র থানাধীন ১৪ নং চতরা ইউনিয়ন এর কাটাদুয়ার সংলগ্ন হলদিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ রেজাউল করিম (৩২), পিতা- মৃত জমিন সরদার, সাং- বিলকৃস্নপুর, থানা- রানীনগর, জেলা- নওগা, ২। মোঃ খোরশেদ আলী (৪৫), পিতা- মোঃ চান মিয়া, সাং- বেরাডাংগা, থানা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ এবং ৩। মোঃ জহরুল সরকার (৩৫), পিতা- মৃত হবু সরকার, সাং- বড় শিমুলতলা, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা দের গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০৫ টি চাকু, লুন্ঠিত নগদ ১৯৫০ টাকা এবং ০৪ টি মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করে। এর মধ্যে , রেজাউল গাজীপুরের টঙ্গী এলাকায় রাজমিস্ত্রী , খোরশেদ গাজিপুরে সেলফি গাড়ির স্টাফ হিসাবে কাজ করে এবং জহুরুল গাজীপুরের টঙ্গীতে চুল বিক্রি করে। এরা সকলেই উল্লেখিত কাজ ছাড়াও ডাকাতি ও চুরি করতো বলে পুলিশের নিকট স্বীকার করেছে । এদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪/৫ টি করে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।