দিনাজপুর থেকে হারানো গরু উদ্ধার করায় অভিনন্দন রংপুরের পীরগঞ্জ থানা পুলিশকে

- আপডেট টাইম : ০৪:৪২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ২১০ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুর সদর দিঘল উত্তরপাড়া থেকে গত ২২ অক্টোবর ২ টি গরু হারিয়ে যায়। অভিযোগ সুত্রে জানাযায় গরুর মালিক লোকমান হাকিম প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে গরু রেখে তার শয়ন কক্ষে ঘুমায আসে। কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠে দেখে তার গোয়ালে গরু নেই, অনেক খোঁজাখুঁজির পর ২৫ অক্টোবর গরুর মালিক গোপন সূত্রে জানতে পারে তার গরু ২ টি রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪ নং কুমেদপুর ইউনিয়নের মনিরুল ইসলাম(৩০)পিতা মকবুল হোসেন সাং জামালপুর,চকপাড়া, হরিপুর এক গরু ব্যবসায়ী হাট থেকে কিনে আনেন । এরই সূত্র ধরে ৮ নভেম্বর পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন সরকারের নির্দেশনায় চৌকস পুলিশ অফিসার এস আই গোলাম মোস্তফা, এসআই ইদ্রিস আলী,এস আই আক্তার হোসেনের সঙ্গীয় ফোর্স সহ মনিরুলের বাড়ি থেকে গরু দুটি উদ্ধার করে। এবং মনিরুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
গত ৯ নভেম্বর দিনাজপুর সদর থানার এস আই রেজাউল করিম এর সঙ্গে যোগাযোগ করে গরুর মালিক লোকমান কে তার গরু দুটি বুঝিয়ে দেন।