ফুলবাড়ীতে দূর্বৃত্তের হাতে রং মিস্ত্রী খুন

- আপডেট টাইম : ০৭:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৮২ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ঘাটপাড়া (মাছুয়াপাড়া) গ্রামে পরিত্যক্ত জমিতে দূর্বৃত্তেরহাতে রং মিস্ত্রী মোঃ জনি (২৮) খুন।
গতকাল রবিবার দিবাগত রাত্রীতে ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির ঘাটপাড়া (মাছুয়াপাড়া) গ্রামে পরিত্যক্ত জমিতে দূর্বৃত্তেরহাতে রং মিস্ত্রী মোঃ জনি (২৮) খুন হয়। গতকাল রবিবার সকালে ঘাটপাড়া (মাছুয়াপাড়া) গ্রামে স্থানীয় লোকজন যুবকের লাশ পড়ে থাকতে দেখে ফুলবাড়ী থানায় জানালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যান এবং লাশ উদ্ধার করে দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। এ সময় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেন। নিহত জনির বাড়ী শিবনগর ইউপির দক্ষিণ বাসুদেবপুর কানাহার ডাঙ্গা মো: আতাউর রহমান এর পুত্র। এ ঘটনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম এর সাথে গতকাল রবিবার মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, লাশ ময়না তদন্ত ও তথ্য উদঘাটন ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভাব নয়।