ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::

ঠাকুরগাঁওয়ে অটোচার্জার ছিনতাইয়ের হোতা গ্রেফতার!

আল মামুন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • / ২৩৫ ১৫০০০.০ বার পাঠক

ঠাকুরগাঁওয়ে বর্তমানে অটোরিকশা ও অটোচার্জার চুরি-ছিনতাই এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিনই কোন না কোন জায়গায় অটোচার্জার ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গতকাল (৯১০অক্টোবর) রাত ১১.০০ টার দিকে অটোচার্জার ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন ছিনতাইকারীর হোতাকে এলাকাবাসী হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। অটোচার্জার ছিনতাইয়ের হোতারা হলো -(১) আইয়ুব আলী (৪৫), (২) দুলাল মিঞা (৩২), (৩) আজিমা বেগম ওরফে সাথী (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি শিংপাড়া, সালান্দার, ঠাকুরগাঁও।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, অটোচালক আব্দুর রাজ্জাক(৩৭) যাত্রীর জন্য বড়মাঠের (জেলা স্কুল মাঠ) পূর্ব পাশে কোণায় অপেক্ষা করছিলেন, এসময় যাত্রীবেশে আইয়ুব ও সাথী চৌধুরীহাট নিয়ে যাওয়ার প্রস্তাব করে। পরে ৩০০ টাকা ভাড়ায় আব্দুর রাজ্জাক যেতে সম্মত হোন। রাত ৯.০০ টার দিকে চৌধুরীহাট পৌঁছার পর মোবাইলে কল আসে তাদের জরুরি কাজের জন্য চন্ডীপুর যেতে হবে, তাদের উভয়ের জোড়াজুড়িতে অটোচালক সেখানে যেতে বাধ্য হোন। চন্ডীপুর লীলারহাট যাওয়ার পর দুলাল মিঞা সাথে তাদের দেখা হয়, পরে তিনজনে মিলে আখ ফার্মে নিয়ে হাত-পা বেঁধে অটোচার্জারটি দুইজন নিয়ে চলে যায় কিন্তু অপর জনকে ছুরি দিয়ে চালককে মেরে আখ ক্ষেতে রেখে মোটরসাইকেল করে চলে আসতে নির্দেশ দেয়। চালককে মারার সময় একজন পথচারী দেখে ফেললে দুলাল মিঞা পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর কাছে ধৃত হয়। পরে অপর দুইজন ছিনতাইকারীকেও গ্রামবাসী ধরে চন্ডীপুর হাইস্কুল মাঠে গাছের সাথে বেধে পুলিশকে খবর দেয়। পরে টহল পুলিশের চৌকসদল ঘটনাস্থলে গিয়ে উক্ত ছিনতাইকারীর দলকে ধরে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে আসে।
এদিকে অটোচালক বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি ছিট রহিমানপুর, ঠাকুরগাঁও।

এদিকে এ মামলার আই.ও এবং উদ্ধারকারী অফিসার(এস.আই) বিদ্যুৎ কুমার মজুমদার বলেন, আমি রাতে টহলরত ছিলাম, পরে খবর পেয়ে তিনজন ছিনতাইকারীকে লীলারহাট থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। বতর্মানে ( বিকাল ৪.০০টায় ১০ অক্টোবর)মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে অটোচার্জার ছিনতাইয়ের হোতা গ্রেফতার!

আপডেট টাইম : ১১:৫৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

ঠাকুরগাঁওয়ে বর্তমানে অটোরিকশা ও অটোচার্জার চুরি-ছিনতাই এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিনই কোন না কোন জায়গায় অটোচার্জার ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গতকাল (৯১০অক্টোবর) রাত ১১.০০ টার দিকে অটোচার্জার ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন ছিনতাইকারীর হোতাকে এলাকাবাসী হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। অটোচার্জার ছিনতাইয়ের হোতারা হলো -(১) আইয়ুব আলী (৪৫), (২) দুলাল মিঞা (৩২), (৩) আজিমা বেগম ওরফে সাথী (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি শিংপাড়া, সালান্দার, ঠাকুরগাঁও।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, অটোচালক আব্দুর রাজ্জাক(৩৭) যাত্রীর জন্য বড়মাঠের (জেলা স্কুল মাঠ) পূর্ব পাশে কোণায় অপেক্ষা করছিলেন, এসময় যাত্রীবেশে আইয়ুব ও সাথী চৌধুরীহাট নিয়ে যাওয়ার প্রস্তাব করে। পরে ৩০০ টাকা ভাড়ায় আব্দুর রাজ্জাক যেতে সম্মত হোন। রাত ৯.০০ টার দিকে চৌধুরীহাট পৌঁছার পর মোবাইলে কল আসে তাদের জরুরি কাজের জন্য চন্ডীপুর যেতে হবে, তাদের উভয়ের জোড়াজুড়িতে অটোচালক সেখানে যেতে বাধ্য হোন। চন্ডীপুর লীলারহাট যাওয়ার পর দুলাল মিঞা সাথে তাদের দেখা হয়, পরে তিনজনে মিলে আখ ফার্মে নিয়ে হাত-পা বেঁধে অটোচার্জারটি দুইজন নিয়ে চলে যায় কিন্তু অপর জনকে ছুরি দিয়ে চালককে মেরে আখ ক্ষেতে রেখে মোটরসাইকেল করে চলে আসতে নির্দেশ দেয়। চালককে মারার সময় একজন পথচারী দেখে ফেললে দুলাল মিঞা পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর কাছে ধৃত হয়। পরে অপর দুইজন ছিনতাইকারীকেও গ্রামবাসী ধরে চন্ডীপুর হাইস্কুল মাঠে গাছের সাথে বেধে পুলিশকে খবর দেয়। পরে টহল পুলিশের চৌকসদল ঘটনাস্থলে গিয়ে উক্ত ছিনতাইকারীর দলকে ধরে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে আসে।
এদিকে অটোচালক বর্তমানে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি ছিট রহিমানপুর, ঠাকুরগাঁও।

এদিকে এ মামলার আই.ও এবং উদ্ধারকারী অফিসার(এস.আই) বিদ্যুৎ কুমার মজুমদার বলেন, আমি রাতে টহলরত ছিলাম, পরে খবর পেয়ে তিনজন ছিনতাইকারীকে লীলারহাট থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। বতর্মানে ( বিকাল ৪.০০টায় ১০ অক্টোবর)মামলা দায়েরের প্রস্তুতি চলছে।