সংবাদ শিরোনাম ::
খুলনা সিটির খাঁন-এ-সবুর সড়ক(আপার যশোর রোডে-তীব্র যানজট
দৈনিক সময়ের কন্ঠ(সড়ক)রিপোর্ট-
- আপডেট টাইম : ১০:১৮:২৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৪২ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে বাংলাদেশের খুলনা সিটি কর্পোরেশন এলাকার খাঁন-এ-সবুর সড়ক(আপার যশোর রোড)-এর-পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়-আজ,যা প্রায়ই হয়ে থাকে।
প্রায় এসব তীব্র যানজটের কারন-দৈনিক সময়ের কন্ঠ-এর-অনুসন্ধানে জানা যায়-সড়কে রোড ডিভাইডার দেয়াল না থাকা,অবৈধ পরিবহনের সংখ্যা বেশি থাকা,পরিবহন সেক্টরে চাঁদাবাজী,লোকজনের রাস্তা পারাপারের জন্য-ওভারব্রীজ না থাকা,পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় ট্রাফিক ব্যবস্হা না থাকা সহ অন্যান্য কারন।খাঁন-এ-সবুর সড়ক(আপার যশোর রোড)-এর-যানজট প্রতিরোধের ব্যবস্হা নেয়ার অনুরোধ জানান-খুলনা সিটি কর্পোরেশনের প্রতি-খুলনার যাএী গন।
আরো খবর.......