যাত্রা বাড়ী থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি
- আপডেট টাইম : ০৭:৩৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ২০২ ৫০০০.০ বার পাঠক
যাত্রা বাড়ী থানা এলাকার কাজলার পার স্কুল গল্লি দবির মিয়ার বাড়িতে সন্ধ্যা নামতেই প্রতিদিন বসে ইয়াবা,মদ, ফেনসিডিল, মাদকের হাট সহ জুয়া বাণিজ্য । একই কায়দায় মাতুয়াইল বকেট এর গল্লিতে মাগুর মাছের খামারের পাশেই চারতলা নির্মাণাধীন ভবনের নিচের তলায় একটি ফ্লাটে আরেকটি মাদকের ও জুয়ার আশর । অনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে কাজলার মাদক সম্রাট সবুজ ও মাতুয়াইল বকেট গলিতে শীর্ষ সন্ত্রাসী আলম এমনই অভিযোগ যাত্রাবাড়ী থানা এলাকার সাধারণ মানুষের এবং কি আরো অভিযোগ করেন কাজলার মাদক সম্রাট সবুজ ও মাতুয়াইল বকেট গল্লির শীর্ষ সন্ত্রাসী আলমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ও কাজলা মাতুয়াইল এই দুই আকরায় পাহারায় যারাই আছে তাদের মধ্যে কিছু কিছু লোক তালিকা ভুক্ত সন্ত্রাসী তাদের কাছে অবৈধ অস্ত্র ও দেখা যায় । যাত্রাবাড়ী থানা এলাকায় দুইটি স্থানে চলছে অবাধে জমজমাট জুয়া বাণিজ্য । রাজনৈতিক ছত্রছায়ায় থাকা একটি মহল ও এক ,জনপ্রতিনিধি নেহেরিন মোস্তফা দিশির, নাম ভাঙ্গিয়ে অনৈতিকতার মাদকের হাট ও জুয়া বোর্ড পরিচালনা করছে এলাকার দুটি শক্তিশালী সিন্ডিকেট। যাত্রাবাড়ী থানা এলাকা মাতুয়াইল বকেট গল্লি ও কাজলারপাড় স্কুল গলির দবির মিয়ার বাড়িতে এ ছাড়াও বিভিন্ন জুয়াড়িরা খেলায় দিন-রাত পাগল হওয়ায় প্রতিদিন হাত বদল হচ্ছে লাখ লাখ টাকা, জুয়ার আসরে খেলার পাশাপাশি সবুজ ও আলমের স্পটে চলছে নেশার রমরমা কারবার। এবং পাহারায় নিয়োজিত অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা , কাজলার পার ও মাতুয়াইল বকেট গল্লির সাধারণ মানুষেরএকটাই কথা এইগুলা কি দেখার কেউই নাই ,পুলিশের গাড়ি আনাগোনা করতে দেখা যায় এবং কি এলাকায় অভাব অনটন এর সাথে চুরি, ছিনতাই এর ঘটনা বেড়েই চলেছে।