মাসুম নামের এক মসার কয়েল ব্যবসায়ীর ফ্যাক্টরিটি অবৈধ গ্যাস সংযোগ সাথেই অনৈতিক কার্যকলাপের জন্য সিলগালা করে দেয়

- আপডেট টাইম : ০৮:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ২৪৯ ১৫০০০.০ বার পাঠক
রাজধানীর মাতুয়াইল হাসেম রোডে , মাসুম নামের এক মসার কয়েল ব্যবসায়ীর ফ্যাক্টরিটি অবৈধ গ্যাস সংযোগ সাথেই অনৈতিক কার্যকলাপের জন্য সিলগালা করে দেয়,
কিন্তু সিলগালা তালা বন্ধ ফ্যাক্টরিতে চলছে কাজ ,কিন্তু কিভাবে???
ঘটনা অনুসন্ধানে সময়ের কন্ঠ রিপোর্টার যারা হায়াত গেলে সরোজমিনে,, বন্ধ ফ্যাক্টরি থেকে কয়েল বানানোর গন্ধ, সাথেই ফ্যাক্টরির কর্মচারীদের কথাবার্তার।
বাহিরে সিলগালা তালা বন্ধ ফ্যাক্টরি ভিতরে কাজ চলছে।
এমত অবস্থায় সরোজমিনে সাংবাদিকদের কাছে
নাম অপ্রকাশিত একব্যাক্তি এসে ওই মশার কয়েল ফ্যাক্টরি ব্যবসায়ীর মাসুমের নাম্বার দেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন।
সাংবাদিকের ফোন পাওয়া মাত্রই ব্যবসায়ী মাসুম মুঠোফোনে বলেন আপনাদের কি সেবা করতে পারি?
গণমাধ্যমকর্মী যখন সেই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করে আপনি কি করে সিলগালা ফ্যাক্টরিটি চলমান রেখেছেন?
সেই ব্যবসায়ী ক্ষেপে গিয়ে বলেন বাংলাদেশে কিছুই অসম্ভব নয়।
আরো বলেন আমার সেই ক্ষমতা আছে তাই সিলগালা ফ্যাক্টরিটি চলমান।
বিস্তারিত আরও দেখতে চোখ রাখুন সময়ের কন্ঠে,,,,