ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
সখিপুরে ব্যবসায়াী আঃ সালামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ৩৮ লাখ টাকা নিয়ে হজ্ব কাফেলা এজেন্সির পরিচালক জাকারিয়া উধাও জেলে পল্লীর নীরব কান্না , দুশ্চিন্তাই এখন নিত্যদিনের সঙ্গী! বাঁচতে চায় জামিলা সকলের নিকট মানবিক সাহায্যের আবেদন মধ্যরাতে রাবি ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু এখনো ঊর্ধ্বমুখী তেল-চালের দাম, অস্থির মসলার বাজার ট্রাম্প ২.০: বাংলাদেশ ইস্যুতে ভারতের ‘নাক গলানো’ কী কমবে? ভৈরবে ট্রেন থেকে ছিনতাইকারী তিন নারী গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে বিপ্লব হত্যা মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অসহায় পুলিশ প্রশাসন জেনেও নীরব স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা ।।ঠাকুরগাঁওয়ে শামসুজ্জামান দুদু

ধানমন্ডিতে কথিত সাংবাদিক সায়লা কর্তৃক গৃহ পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ

মিরাজ খান অনুসন্ধান রিপোর্।।  
  • আপডেট টাইম : ০৫:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / ২০৫ ৫০০০.০ বার পাঠক

রাজধানী ধানমন্ডি এলাকার ১২ নম্বর সড়কের একটি বাসায় কথিত সাংবাদিক সায়লা নামক গৃহকত্রীর হাতে লীপা আক্তার নামে ১০ বছর বয়সী কাজের মেয়েকে নির্যাতন করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত লিপা আক্তার মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় লীপা আক্তার কে তার অটোরিকশাচালক পিতার কাছে ব্যক্তিগত গাড়ির চালক দিয়ে পাঠিয়ে দেয় কথিত সাংবাদিক সায়লা আক্তার।

নির্যাতিতা শিশু লীপা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার গুনারা গ্রামের হতদরিদ্র ছারু মিয়ার কন্যা।তার পিতা পেশায় একজন অটোরিকশা চালক।

দরিদ্র পরিবারে জন্ম নেওয়া লীপা আক্তারকে অভাব অনটনের কারণে বাসায় গৃহ পরিচারিকার কাজে পথের পরিচয় হওয়া এক মহিলার মাধ্যমে ধানমন্ডির ১২ নম্বর বাসার গৃহকত্রী সায়লার কাছে ছয় মাস পূর্বে পৌঁছে দেওয়া হয়।

বিগত ছয় মাস যাবৎ লীপা আক্তার সাংবাদিক সায়লার বাসয় কাজ করলেও সব সময় তার উপর চলত নানা ধরনের নির্যাতন।কাজের বিনিময়ে হত দরিদ্র রিক্সাচালক পিতা কোন প্রকার টাকা-পয়সা পেত না।শুধু সময়ে সময়ে
গৃহকত্রী সায়লার মোবাইলে ফোন দিয়ে নিজের মেয়ে লীপা আক্তার এর খোঁজ নিয়ে জানতে চাইত তার মেয়ে ভালো আছে কিনা।

অটো রিক্সা চালক ছারু মিয়া সাংবাদিকদের জানায়,গত ২৩/০৯/২২ইং সকালে হঠাৎ করে সায়লা ম্যাডাম ফোনে জানায়, তোমার মেয়ে লীপা অসুস্থ হয়ে গেছে। তোমার মেয়েকে তোমার বাড়িতে নিয়ে যাও। রিক্সাচালক ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালে পৌঁছে ম্যাডামকে ফোন দিলে, ম্যাডাম বলেন তুমি সায়েদাবাদ থাক আমার ড্রাইভার তোমার মেয়েকে তোমার নিকট বুঝাইয়া দিবে। .

ম্যাডামের কথামত ম্যাডামের ড্রাইভার লীপা আক্তারকে নিয়ে আসলে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন ও দুরবস্থা দেখে সায়লা ম্যাডামের বাসায় যাওয়ার কথা বললে, ড্রাইভার তাড়াহুড়া করে সেখান থেকে সটকে পরে। এমতাবস্থায় ছারু মিয়া গুরুতর আহত অবস্থায় মেয়েকে নিয়ে বাড়িতে এসে পাড়া-প্রতিবেশীদের সহযোগীতায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ২৪/০৯/২২ইং ভর্তি করে ।

কিন্তু হাসপাতালের ডাক্তারগণ দেখেন অসুস্থ লীপা আক্তার বিভিন্ন অঙ্গে আঘাতের পাওয়ার কারণে তার শরীরের অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

তাই গত ২৬ সেপ্টেম্বর লীপা আক্তারের অসুস্থতার বিষয়ে বিষয়ে হাসপাতলে চিকিৎসকদের নিয়েএক জরুরী মিটিং বসে। এবং ঐ দিন ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ছারু মিয়া ঢাকা মেডিক্যাল হাসপাতালে মেয়ের চিকিৎসার জন্য আসছে এই খবর পেয়ে সায়লা
জনৈক মহিলাকে কিছু টাকা দিয়ে সাদা কাগজে সই নেওয়ার চেষ্টা করে।সারু মিয়া সাদা কাগজে সই দিতে রাজি না হওয়ায় কথিত সাংবাদিক সায়লা তাকে নানাভাবে হুমকি-ধমকি দেয়। এবং এই বিষয়ে কোন প্রকার মামলা করলে তাকে দেখে নেওয়ারও হুমকি দেয়।অভিযোগের ভিডিও রেকর্ড আছে

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ধানমন্ডিতে কথিত সাংবাদিক সায়লা কর্তৃক গৃহ পরিচারিকাকে নির্যাতনের অভিযোগ

আপডেট টাইম : ০৫:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

রাজধানী ধানমন্ডি এলাকার ১২ নম্বর সড়কের একটি বাসায় কথিত সাংবাদিক সায়লা নামক গৃহকত্রীর হাতে লীপা আক্তার নামে ১০ বছর বয়সী কাজের মেয়েকে নির্যাতন করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত লিপা আক্তার মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় লীপা আক্তার কে তার অটোরিকশাচালক পিতার কাছে ব্যক্তিগত গাড়ির চালক দিয়ে পাঠিয়ে দেয় কথিত সাংবাদিক সায়লা আক্তার।

নির্যাতিতা শিশু লীপা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার গুনারা গ্রামের হতদরিদ্র ছারু মিয়ার কন্যা।তার পিতা পেশায় একজন অটোরিকশা চালক।

দরিদ্র পরিবারে জন্ম নেওয়া লীপা আক্তারকে অভাব অনটনের কারণে বাসায় গৃহ পরিচারিকার কাজে পথের পরিচয় হওয়া এক মহিলার মাধ্যমে ধানমন্ডির ১২ নম্বর বাসার গৃহকত্রী সায়লার কাছে ছয় মাস পূর্বে পৌঁছে দেওয়া হয়।

বিগত ছয় মাস যাবৎ লীপা আক্তার সাংবাদিক সায়লার বাসয় কাজ করলেও সব সময় তার উপর চলত নানা ধরনের নির্যাতন।কাজের বিনিময়ে হত দরিদ্র রিক্সাচালক পিতা কোন প্রকার টাকা-পয়সা পেত না।শুধু সময়ে সময়ে
গৃহকত্রী সায়লার মোবাইলে ফোন দিয়ে নিজের মেয়ে লীপা আক্তার এর খোঁজ নিয়ে জানতে চাইত তার মেয়ে ভালো আছে কিনা।

অটো রিক্সা চালক ছারু মিয়া সাংবাদিকদের জানায়,গত ২৩/০৯/২২ইং সকালে হঠাৎ করে সায়লা ম্যাডাম ফোনে জানায়, তোমার মেয়ে লীপা অসুস্থ হয়ে গেছে। তোমার মেয়েকে তোমার বাড়িতে নিয়ে যাও। রিক্সাচালক ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালে পৌঁছে ম্যাডামকে ফোন দিলে, ম্যাডাম বলেন তুমি সায়েদাবাদ থাক আমার ড্রাইভার তোমার মেয়েকে তোমার নিকট বুঝাইয়া দিবে। .

ম্যাডামের কথামত ম্যাডামের ড্রাইভার লীপা আক্তারকে নিয়ে আসলে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন ও দুরবস্থা দেখে সায়লা ম্যাডামের বাসায় যাওয়ার কথা বললে, ড্রাইভার তাড়াহুড়া করে সেখান থেকে সটকে পরে। এমতাবস্থায় ছারু মিয়া গুরুতর আহত অবস্থায় মেয়েকে নিয়ে বাড়িতে এসে পাড়া-প্রতিবেশীদের সহযোগীতায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ২৪/০৯/২২ইং ভর্তি করে ।

কিন্তু হাসপাতালের ডাক্তারগণ দেখেন অসুস্থ লীপা আক্তার বিভিন্ন অঙ্গে আঘাতের পাওয়ার কারণে তার শরীরের অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

তাই গত ২৬ সেপ্টেম্বর লীপা আক্তারের অসুস্থতার বিষয়ে বিষয়ে হাসপাতলে চিকিৎসকদের নিয়েএক জরুরী মিটিং বসে। এবং ঐ দিন ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ছারু মিয়া ঢাকা মেডিক্যাল হাসপাতালে মেয়ের চিকিৎসার জন্য আসছে এই খবর পেয়ে সায়লা
জনৈক মহিলাকে কিছু টাকা দিয়ে সাদা কাগজে সই নেওয়ার চেষ্টা করে।সারু মিয়া সাদা কাগজে সই দিতে রাজি না হওয়ায় কথিত সাংবাদিক সায়লা তাকে নানাভাবে হুমকি-ধমকি দেয়। এবং এই বিষয়ে কোন প্রকার মামলা করলে তাকে দেখে নেওয়ারও হুমকি দেয়।অভিযোগের ভিডিও রেকর্ড আছে