বরগুনার বেতাগীতে মুজিব বর্ষের ঘর দখল নিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর” সন্তান নষ্ট করার অভিযোগ
- আপডেট টাইম : ০৩:২৯:১২ অপরাহ্ণ, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৪৩ ৫০০০.০ বার পাঠক
বেতাগীতে মুজিব বর্ষের ঘর জোর পূর্বক দখল নিতে অন্তঃসত্ত্বা (প্রতিবন্ধী) গৃহবধূকে মারধর ও সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে খালেক মিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে। বরগুনার বেতাগী উপজেলার, বিবিচিনি ইউনিয়নের, গড়িয়াবুনিয়া বাজার সংলগ্ন পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণ পাশে আশ্রয়ন প্রকল্প-২ এ বরাদ্দকৃত নির্মাণাধীন পূর্ব লাইনে দক্ষিণ মাথায় ৪নং রুমের সামনে এ ঘটনা ঘটে।
ঘর মালিক ভুক্তভোগী দেলোয়ার খান এর স্ত্রী রাহিমা বেগম বলেন অভিযুক্তরা একই এলাকার প্রভাবশালী ও চাঁদাবাজ প্রকৃতির লোক, আমি বেতাগী উপজেলার, বিবিচিনি ইউনিয়নের, গড়িয়াবুনিয়া বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে বাংলাদেশ সরকার কর্তৃক দেয়া আশ্রয়ন প্রকল্প-২ এ একখানা ঘর প্রাপ্ত হইয়া বসবাস করি। পূর্ব পরিকল্পিতভাবে আমার ঘরখানা দখল করার জন্য এলাকার অভিযুক্ত আব্দুল খালেক মিনা, ইদ্রিস মিনা, আলামিন মিনা, রোকেয়া বেগম, সৈয়দ মহারাজ, মোকলেসুর রহমান, কমলেন্দু মহেশ, আসিয়া আমাকে খুন জখমের জন্য আমার ঘরের সামনে আসিয়া আক্রমণ করে। উক্ত বসতঘর হইতে বিতাড়িত করার উদ্দেশ্যে আমার বসতঘরের মধ্যে অনধিকার প্রবেশ করিয়া আমাকে ঘরের ভিতর হইতে চুলের মুষ্টি ধরিয়া টানা-হেঁচড়া করিয়া বাইরে নিতে চেষ্টা করে। আমি তাহাতে প্রতিবাদ করিলে আব্দুল খালেক মিনা আমার তলপেটে লাথি মারে ,আমি দুই মাসের গর্ভবতী থাকায়, আমার পেটে আঘাত লাগায় মারাত্মক অসুস্থ হইয়া পড়ি।
ইতিমধ্যে অন্যান্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি কিল, ঘুসি, লাথি মারে তাতে আমার শরীরে বিভিন্ন স্থানে বিষ বেদনা যুক্ত ফুলা জখম হয়। এছাড়াও আমার গলায় থাকা স্বর্ণের চেইন, নগদ ৫০ হাজার টাকা ঘরে রক্ষিত টেবিলের ড্রয়ার ভাঙ্গিয়া নিয়া যায়। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করায়।
এ ব্যাপারে মোকাম বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ বেতাগী ,বরগুনা মামলা হয়েছে, যাহার মামলা নং ২৩২/২০২২। ভুক্তভোগী গৃহবধূ আসামিদের বিচার প্রার্থনা করে।