মিরপুরে আরামবাগ ঝিলপাড় এর বস্তিতে চলছে অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সাপ্লাই
- আপডেট টাইম : ০৩:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৯৩ ৫০০০.০ বার পাঠক
কারেন্ট দুলাল নামক এক ব্যক্তি অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সাপ্লাই দিয়ে দীর্ঘদিন যাবত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ।
দেশে যেখানে বিদ্যুতের সংকট চলছে সেখানে ১৫ হাজার ঘরে অবৈধ বিদ্যুৎ ও গ্যাস কিভাবে সাপ্লাই দেয় দিচ্ছে এটা ভাবার বিষয়?ঘটনার বিস্তারিত জানতে,ঘটনাস্থল পরিদর্শনে সময়ের অনুসন্ধানে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার রিপোর্টার গেলে তারা জানতে পারে,গ্যাস ও বিদ্যুৎ নয় অবৈধ পানীয় সাপ্লাই করে এই কারেন্ট দুলাল। মুঠো ফোনে তার কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি সাংবাদিক এর জানতে পেরেই ফোন কেটে দেয়। দেশে বিদ্যুৎ সংকট অবস্থা চলা কালে বর্তমানে এভাবেই যদি অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সাপ্লাই করে তাহলে জনগণের উপায় কি হবে,কারেন্ট দুলালের মত ব্যাক্তিরাই দেশের উন্নয়ন নয় অবনতি বয়ে আনছে, সময়ের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ঘটনার পুনরাবৃত্তি উত্তাফন করে বলেন দুলালের সহযোগী গ্যাস বিল্লাল নামক এক লোক গ্যাস নিয়ন্ত্রণ করে থাকে।তারা স্থানীয় প্রতিনিধিদের হুমকিমূলক কথাবার্তা বলে ঘটনাস্থলে রনাক্ষেত্র তৈরি করেন,, তারা হুমকি দিয়ে বলেন প্রশাসন বা সাংবাদিক আমাদের কিছুই করতে পারবেন আমাদের হাত অনেক উপরে।মোট কথা হলো তাদের খুঁটির জোর কোথায়, কার ইন্ধনে তারা এত শক্তি দেখিয়ে চলেছেন,তাদের এই অপশক্তির নেপথ্যে কারা তাদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সুধী সমাজ। অত্র প্রতিবেদনের সব কিছু তদন্ত পর্যবেক্ষন করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে একাধিক গণমাধ্যমকর্মীদের আবেদন,পরবর্তী খবর বা ঘটনার আড়ালের খবর দেখতে চোখ রাখুন
দৈনিক সময়ের কন্ঠে পত্রিকায় ,পাতায়।।