বন্দরে মাদক ব্যবসায়ির আস্তানায় আগুন দিলেন এলাকা বাসি
- আপডেট টাইম : ১২:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ২৬৪ ৫০০০.০ বার পাঠক
গত ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রীঃ
নারায়নগঞ্জ বন্দরের কলাগাছিয়া মোহনপুর জান্নাতুল বাকি কবরস্থানে একাধিক মাধক মামলার আসামী জনী ওরফে ব্লাক জনী, পিতাঃ আমান উল্লাহ অামু মিয়া। কবরস্থানের জমির উপর ঘর তৈরি করে ইয়াবার মতো মরন ঘাতক মাদক বিক্রির আস্তানা গড়ে তুলে। কবরস্থানের এই ঘর থেকে বসে মাদক বিক্রি ও বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। প্রতিদিন ইয়াবার মতো মরন ঘাতক মাদক ক্রয়ের জন্য বন্দর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খুচরা মাদক ব্যবসায়িরা সন্ধার পর ভীর জমাতেন, এমন কর্ম কান্ড দেখে এলাকা বাসি ক্ষোবে ফোসে উঠেন। দীর্ঘ সময় ধরে ইয়াবা মতো মরন ঘাতক মাদক বিক্রি করে আসছে। কয়েক দিন আগে একাধিক মাধক মামলার আসামী জনী ওরফে ব্লাক জনী পুলিশের কাছে অাটক হওয়ার পর থেকে, ইয়াবার সম্রাট একাধিক মামলার আসমী জনী ব্লাক জনীর ছোট ভাই রিপন ইয়াবা বিক্রির ব্যবসা চালিয়ে যান। তাদের এমন কার্য কলাপ দেখে এলাকাবাসি অাজ ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রীঃ তারিখে সন্ধার পর এলাকা বাসি একজোট হয়ে মাদক ব্যবসার আস্তানা হিসাবে পরিচিত ঘরটি আগুন ধরিয়ে দেন। অগুন লাগার পর থেকে ইয়াবা মাদক ব্যবসায়ির অনুসারিরা সরে পরেন।