গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ড-কাউন্সিলরের নামে-দূর্নীতির অভিযোগ

- আপডেট টাইম : ০৫:৪৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৩৮১ ১৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান-গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ড-কাউন্সিলরের নামে-দূর্নীতির অভিযোগ আনা হয়েছে।কারন-অবৈধ অর্থ উনি কামাচ্ছেন,আর-মনে করছেন আওয়ামী লীগ তার ঘরের লোক।এতে- এলাকাবাসী চাচ্ছেন আওয়ামী লীগ যেন এই-কলঙ্কিত নায়ক ভূমিদস্যু খুনি সরকারি খাস জমি দখল করে নিয়ে শত শত ঘর উঠিয়ে অবৈধ গ্যাস সংযোগ করে অসহায় পরিবারের জমি দখল করে কাগজপত্র জাল জালিয়াতি করে এটাই তাদের টাকা কামানোর শুধু উৎসের লোককে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করে।অবৈধ টাকা দিয়ে লোক দেখানো দল আওয়ামী লীগ করে এবং সে অশিক্ষিত শিক্ষাগত যোগ্যতা নেই। দুই দুইবারের কাউন্সিলার তার আছে ভুয়া এসএসসি সার্টিফিকেট আবারো হতে চান কাশেমপুর থানার সাধারণ সম্পাদক যার যোগ্যতা নেই আওয়ামী লীগেরই সদস্য হতে সে হবে সাধারণ সম্পাদক-অনেকের মনে প্রশ্ন?!।প্রশ্নের প্রেক্ষিতে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা অনুসন্ধান করে তাঁর সব দূর্নীতির ডকুমেন্টস সংগ্রহ করেছে।
এবং এলাকার জনগণ তাকে বয়কট করেছেন।জনগন বলেন-
আমরা জানতে চাই জেলার আওয়ামী লীগ নেতাদের কাছে কে হবে কাশেমপুর থানার যোগ্য সাধারণ সম্পাদক।
(চোঁখ রাখুন-দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায়)।