সংবাদ শিরোনাম ::
বরগুনার আমতলীতে খাবারের সাথে গ্যস ট্যবলেট মিসিয়ে গরু মেরেছে র্দুবৃত্তরা

চৌধুরী মোঃ ইকবাল হোসেন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
- আপডেট টাইম : ০১:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৭১ ১৫০০০.০ বার পাঠক
বরগুনার আমতলী উপজেলার আড়পাগাশিয়া ইউনিয়নের গোপখালী গ্রামের মোঃ নিজাম আকনের গোয়াল খড়ের ৪ টি গরুকে গ্যাস ট্যাবলেট খাইয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূএে জানা যায় প্রতিদিনের ন্যায় ১৯ সেপ্টেম্বর সন্ধায় গরুর মালিক মো. নিজাম আকন গোয়াল খড়ে গরু সামনে ভুষি খাবার রেখে গোয়াল ঘরে গরু বেধে আসে। রাতে কতিপয় দুর্বৃত্তরা ঐ খাবারের সাথে গ্যাস ট্যাবলেট গুড়া করে মিসিয়ে রেখে যায়।
সকালে গরুর মালিক মোঃ নিজাম আকন গোয়াল ঘরে এসে দেখতে পান গরুর খাবারের সাথে গ্যাস ট্যাবলেট মিসানো ও তার ৪ টি গরু সব কয়টি মরা। তখন কান্নায় ভেঙ্গে পড়েন।
ভূতভোগী নিজাম আকন বলেন আমি এই নির্মম পশুত্বের বিচার চাই তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ।
আরো খবর.......