পাথরঘাটায় ভ্রাম্যমান ব্যবসায়ী কে মেরে আহত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
- আপডেট টাইম : ০২:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৮৮ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটার কাকচিড়া বাজারে প্রতিদিনের ন্যায়ে আজও পিকাপ ভ্যানে কাঁচামাল বিক্রি করতে গেলে ভ্রাম্যমান ব্যবসায়ী হৃদয় কাজীর উপর হামলা করে কিছু বখাটে ছেলেরা, তিনি অভিযোগ করেন তার ভাড়া কৃত পিকাপ ভ্যানে পেয়াজ,রসুন, আলু ইত্যাদি কাচামাল বিক্রি করতে আসলে একদল কিশোর গ্যাংয়ের সদস্যরা ভ্রাম্যমান তার নিকট চাঁদা দাবি করে এবং তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাহার কাছে থাকা তাহাকে মেরে সত্তর হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রাম্যমাণ ব্যবসায়ী হৃদয় কাজীর পণ্যবাহী গাড়িটি কাকচিড়া বাস কাউন্টারের সামনে আসলেই মুহূর্তের মধ্যে নাদিম, পিতাঃ মিরাজ, তপু, পিতাঃআলতাফ রনি,পিতাঃ অজ্ঞাত,সর্ব গ্রামঃ বয়ারগুদিঘাটা। তাকে কিল ঘুষিসহ গাড়ির চেইন ও দেশীয় অস্র প্রদর্শন করে, এরা মূলত কাকচিড়া বাজারের আশেপাশের গ্রাম থেকে আসা কিশোর গ্যাংয়ের সদস্য। দীর্ঘদিন ধরে এরা মোবাইল ছিনতাই, পকেটমার, ইভটিজিংসহ নানাবিধ অপকর্ম করে আসছিলো এদের উৎপত্তিতে অতিষ্ঠ কাকচিড়া বাজারের ব্যবসায়ীসহ স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পাথরঘাটা থানায় ফোন দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে আহত হৃদয়কে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।
অপরদিকে অভিযুক্তদের নিকট জানতে চাইলে তারা দৈনিক সময়ের কন্ঠকে জানান পূর্ব শত্রুতার জের ধরে বয়ার গুদিঘাটায় হৃদয়ের মালবাহী পিকাপ ভ্যানটি থামিয়ে রনিকে চড়থাপ্পড় মেরে দ্রুত গাড়িটি চালিয়ে আসে পরবর্তী সময়ে আমরা তাকে কাকচিড়া বাজারে এসে তার কাছে জানতে চাইলে তিনি আমাদের উপর চড়াও হলে আমরাও পাল্টা চড়াও হই।এবং টাকা পয়সা নেয়া ও চাঁদা দাবি করা সম্পুর্ন মিথ্যা বানোয়াট। তার এই মিথ্যা বানোয়াট কথার তীব্র নিন্দা জানাচ্ছি।