এএসপি ইসরাতের মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক
- আপডেট টাইম : ০৪:৪৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ৩৪৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
করোনা পরবর্তী শারীরিক জটিলতায় পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইসরাত জাহান তন্বীর মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ) শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় বিএফএসএ তার বিদেহী আত্মার মাগফিরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।
শোকবার্তায় আরও বলা হয়, ইসরাত জাহান তন্বী করোনা ভাইরাসের বিস্তারে সৃষ্ট মহামারি মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন ও জনগণকে সেবা দিয়ে আসছিলেন। দেশের প্রয়োজনে নিয়োজিত থেকে তার এই আত্মত্যাগকে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন সশ্রদ্ধচিত্তে স্মরণ করে এবং এই দায়িত্বশীল কর্মচেতনা অন্যান্য সকল সরকারি চাকরিজীবীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে বিশ্বাস করে।
আরও পড়ুন: করোনা পরবর্তী জটিলতায় এএসপির মৃত্যু
গত সোমবার করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে পুলিশের সহকারী পুলিশ সুপার ইসরাত জাহান তন্বী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি ৩৪তম বিসিএস ব্যাচের ছিলেন।