কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে: ডা. শাহাদাত
- আপডেট টাইম : ০৪:৪৩:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বিএনপির এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। কোনো কোনো কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে আসতে বাধার শিকার হচ্ছেন।’
আজ বুধবার সকাল ১০টার দিকে ভোট দিতে এসে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।
আরও পড়ুন: চসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে
তিনি বলেন, ‘ভেবেছিলাম, এ নির্বাচনের মধ্য দিয়ে ভোটের সংস্কৃতি ফিরলেও ফিরতে পারে। হয়তো মানুষ ভোটাধিকার পাচ্ছে এর মধ্য দিয়ে। কিন্তু আমরা এ নির্বাচনে ভোট ডাকাতির নগ্নতা দেখতে পাচ্ছি।’
ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেন, ‘ভোট ডাকাতিতে প্রশাসন যন্ত্র ও রাষ্ট্র যন্ত্র মিলে মিশে একাকার হয়ে গেছে।’
এ্রর আগে, আজ সকালে ভোট দেওয়ার জন্য বাসা থেকে মায়ের পায়ে সালাম করে নগরের পশ্চিম বাকলিয়ায় যান চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।